লাহোর: বিশ্বের সেরা ওডিআই টিমের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার-৪ পর্বে নামছে বাংলাদেশ (Bangladesh)। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে সুপার-ফোর পর্ব। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাবরের গ্রিন আর্মিকে বড় রানের লক্ষ্য দিতে চায় টাইগার্সরা। টস ও দুই দলের একাদশ সংক্রান্ত বিস্তারিত জানুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টস জিতে ব্যাটিং বাছার পর সাকিব আল হাসান বলেন, ‘আমরা বোর্ডে বড় রান তুলতে পারলে, ওদের চাপ বাড়বে। আমরা আফগানিস্তানের বিরুদ্ধে যেমন পারফর্ম করেছিলাম, সেটাই আবার তুলে ধরতে চাই। তবে আমরা বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে নামছি। তাই আমাদের সেরাটা উজাড় করে দিতে হবে। আমরা জানি ওদের শক্তি ও দূর্বলতা দুই-ই। আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে তার মোকাবিলা করার জন্য তৈরি।’
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসের পর বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতাম। পিচে অল্প ঘাস রয়েছে। সেটা কাজে লাগাতে চাই। জোরে বোলারদের দিকে তাকিয়ে রয়েছি। আমরা খুব গরমে খেলছি। সত্যি বলতে এই ম্যাচটায় কী হবে সেটা দেখার জন্য মুখিয়ে আছি। ম্যাচ জেতাতেই আমাদের নজর। আমরা দেখেছি ফাস্ট বোলাররা কীভাবে সাহায্য পেয়েছে। তাই আমরা একজন ফাস্ট বোলার যোগ করেছি। মাঝে মাঝে রাতের দিকে এবং প্রথম ইনিংসে ফাস্ট বোলাররা সাহায্য পায়।’
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নাজমুল শান্ত হোসেনের জায়গায় আজ খেলবেন লিটন দাস। ভাইরাল জ্বরের কারণে এশিয়া কাপের শুরু থেকে যদিও ছিলেন না লিটন দাস।
বাংলাদেশের একাদশ – মহম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
সুপার-৪ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেই একাদশ ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। গতকাল পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাঁ হাতি স্পিনার মহম্মদ নওয়াজের জায়গায় একাদশে এসেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।
পাকিস্তানের একাদশ – ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সলমন আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।