Virat Kohli: বড় বড় কান… বিরাটের চিকু নামের পিছনে আসল গল্প জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 06, 2023 | 2:19 PM

Cricket World Cup 2023: ক্যালেন্ডার বলছে আজ ৬ সেপ্টেম্বর। আর এক মাস পর শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ। ক্রিকেট প্রেমীরা মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন ৫ অক্টোবরের জন্য।

Virat Kohli: বড় বড় কান... বিরাটের চিকু নামের পিছনে আসল গল্প জানেন?
বড় বড় কান... বিরাটের চিকু নামের পিছনে আসল গল্প জানেন?
Image Credit source: AFP

Follow Us

কলকাতা: বেজে গিয়েছে বিশ্বকাপের (Cricket World Cup) দামামা। ক্যালেন্ডার বলছে আজ ৬ সেপ্টেম্বর। আর এক মাস পর শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ। ক্রিকেট প্রেমীরা মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন ৫ অক্টোবরের জন্য। গতকাল (৫ সেপ্টেম্বর) ভারতের ওডিআই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়েছে। ১৫ সদস্যের সেই স্কোয়াড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মাঝে ভারত এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের আগে ফের সাক্ষাৎ হবে রোহিত-বিরাটদের। রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে ভারত-পাক ম্যাচ। তার আগে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা মনে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিলেন টিম ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli)TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল কিং কোহলির সেই বিশেষ সাক্ষাৎকারের ঝলক।

প্রশ্ন: জার্সি নম্বরের পিছনে কোনও রহস্য আছে?

বিরাট: আমার জার্সি নম্বর ১৮। আর এই জার্সি নম্বরের পিছনে কোনও গল্প নেই। অনূর্ধ্ব-১৯ দলে প্রথম বার এই ১৮ নম্বর জার্সি পেয়েছিলাম। তারপর থেকে ওই জার্সিই পরছি।

প্রশ্ন: প্রিয় শট?

বিরাট: কঠিন প্রশ্ন। বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধে কভারের উপর দিয়ে তোলা শট সবচেয়ে প্রিয়। ১২ বছর বয়সে প্রথম খেলেছিলাম ওই শট।

প্রশ্ন: আদর্শ ক্রিকেটার কে? এখনকার কোন ক্রিকেটারকে পছন্দ?

বিরাট: আমি সচিন তেন্ডুলকরকে দেখে বড় হয়েছি। বরাবরই তিনি আমার আদর্শ। এখনকার ক্রিকেটারদের মধ্যে প্রিয় বেন স্টোকস।

প্রশ্ন: ডাকনাম কী এবং কেন?

বিরাট: আমার ডাকনাম চিকু। আমার রাজ্যের কোচ এই নাম দিয়েছিলেন। আমার কানগুলো বড়। একবার আমি খুব ছোট করে চুল কাটিয়েছিলাম। চম্পক নামে একটা কমিকস ছিল। তাতে খরগোশের চরিত্রের নাম ছিল চিকু। তারও বড় বড় কান ছিল। তারপর থেকে আমাকে কোচ চিকু নামে ডাকা শুরু করেন। পরে এই নাম জনপ্রিয় হয়ে যায়। মাহি ভাইও আমাকে এই নামেই ডাকে।

প্রশ্ন: কোন বোলারের বিরুদ্ধে ব্যাটিং উপভোগ করেন?

বিরাট: অনেক বছর ধরে আমি জেমস অ্যান্ডারসন ও প্যাট কামিন্সের বিরুদ্ধে ব্যাটিং উপভোগ করেছি।

প্রশ্ন: ম্যাচ জেতানো পারফর্ম্যান্সের পর কাকে প্রথম ফোন করেন?

বিরাট: যে কোনও ম্যাচ জেতানো ইনিংস খেলার পর আমি প্রথম ফোন করি আমার স্ত্রী অনুষ্কাকে।

Next Article