Asia Cup 2023: এশিয়া কাপে বাংলাদেশের মাস্ট উইন ম্যাচ, অল্প রানে লঙ্কানদের আটকাতে চান সাকিবরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 09, 2023 | 4:14 PM

SL vs BAN: কলম্বোতে আজ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ। দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

Asia Cup 2023: এশিয়া কাপে বাংলাদেশের মাস্ট উইন ম্যাচ, অল্প রানে লঙ্কানদের আটকাতে চান সাকিবরা
Asia Cup 2023: মাস্ট উইন ম্যাচে অল্প রানে লঙ্কানদের আটকাতে চান সাকিবরা
Image Credit source: ACC Media

Follow Us

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার-ফোর পর্বে কলম্বোতে আজ দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (Sri Lanka) এবং সাকিব আল হাসানের বাংলাদেশ (Bangladesh)। আজকের ম্যাচ টাইগার্সদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, সুপার-৪ এর প্রথম ম্যাচে সাকিবরা হেরেছিলেন পাকিস্তানের কাছে। আপাতত কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। এ বার দেখার বাংলাদেশ ম্যাচও জিততে পারে কিনা। টস আপডেট ও দুই দলের একাদশের ব্যাপারে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। বোলিং বিভাগের উপর ভরসা রেখে অল্প রানে লঙ্কানদের আটকে দিতে চায় টাইগার্সরা। টস জেতার পর সাকিব বলেন, ‘আমাদের জন্য এই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে ওদের ঘরের মাঠে হারানো সহজ হবে না। আমার মনে হয় এ ছাড়া পাকিস্তানের থেকে এখান কার পরিবেশও খানিকটা আলাদা। তাই আমাদের সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হচ্ছে।’

বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন। টসের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানান, দলে আফিফ হোসেনের জায়গায় স্পিনার নাসুম আহমেদকে নেওয়া হয়েছে।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মহম্মদ নাঈম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

গত বারের এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক দাসুন শানাকা টসের পর বলেন, ‘টস জিতবে আমরা শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম। দিনের বেলায় এই উইকেটে বল নড়াচড়ার সম্ভবনা রয়েছে। সন্ধের দিকে বল ঘোরার সম্ভবনা বেশি। ব্যাটারদের দায়িত্ব গুরুত্বপূর্ণ রান তোলা। বোলিং বিভাগে কারা আসবে সেটা বড় কথা নয়। যে-ই বল করার দায়িত্ব পাক না কেন, নিজের কাজটা ভালো করে করবে।’ এ ছাড়াও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানান, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে তাঁর দল। আজ দাসুন শানাকার জন্মদিন। ফলে শ্রীলঙ্কা চাইবে ম্যাচটা জিতে অধিনায়ককে জন্মদিনের উপহার দিতে।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, দিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, কাসুন রজিথা ও মাথিসা পাথিরানা।

 

Next Article