India vs Pakistan: ভারতের থেকে আমরা এগিয়ে থাকব, মাঠে নামার আগেই হুঙ্কার পাক ক্যাপ্টেনের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 09, 2023 | 2:28 PM

বৃষ্টিতে ভেস্তে গিয়েছে গ্রুপ লিগের প্রথম ম্যাচ। রবিবারের মহারণ ঘিরে তাই উত্তাপ ক্রমশ বাড়ছে। এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তানের (India vs Pakistan) সুপার ফোরের ম্যাচ বৃষ্টির কবলে পড়তে পারে, এমন আশঙ্কা করে এই ম্যাচের জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে।

India vs Pakistan: ভারতের থেকে আমরা এগিয়ে থাকব, মাঠে নামার আগেই হুঙ্কার পাক ক্যাপ্টেনের
ভারতের থেকে আমরা এগিয়ে থাকব, মাঠে নামার আগেই হুঙ্কার পাক ক্যাপ্টেনের
Image Credit source: AFP

Follow Us

কলম্বো: বৃষ্টিতে ভেস্তে গিয়েছে গ্রুপ লিগের প্রথম ম্যাচ। রবিবারের মহারণ ঘিরে তাই উত্তাপ ক্রমশ বাড়ছে। এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তানের (India vs Pakistan) সুপার ফোরের ম্যাচ বৃষ্টির কবলে পড়তে পারে, এমন আশঙ্কা করে এই ম্যাচের জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে। রোহিত শর্মার টিম আগের ম্যাচে বেশ চাপে পড়েছিল পাকিস্তানি বোলারদের সামলাতে। এ বারও তাই করে দেখাতে চাইছেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফরা। ব্যাটিং গভীরতা বাড়াতে ভারতীয় টিমে হয়তো ফিরতে চলেছেন লোকেশ রাহুল। মাঠের বাইরের আলোচনা যাই হোক না, মাঠে নামার আগে কিন্তু হুঙ্কার দিয়ে রাখছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। TV9Bangla Sports এ বিস্তারিত।

কেন ভারতের বিরুদ্ধে নিজের টিমকে এগিয়ে রাখছেন বাবর আজম? তার কারণই হল শ্রীলঙ্কার মাঠ ও পরিবেশ। গত কয়েক বছরে বাবরের টিমের অধিকাংশ ক্রিকেটার শ্রীলঙ্কায় খেলেছেন। টেস্ট সিরিজ থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ— ঘনঘন শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতার কারণেই পরিবেশ ও মাঠের চরিত্র সম্পর্ক অনেক বেশি ওয়াকিবহাল বাবররা। ভারতের বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে বাবর বলে দিচ্ছেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে আমরা অনেক বেশি খেলেছি। সে দিক থেকে দেখলে কিন্তু ভারতের থেকে আমরা একটু এগিয়েই থাকব। শ্রীলঙ্কায় আমরা গত দু’মাস ধরে টানা খেলছি। টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান সিরিজের পর আবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছি। এই কারণগুলোর জন্য বলতে পারছি, আমরা ভারতের বিরুদ্ধে একটু এগিয়ে থেকেই নামব।’

ভারতের দিক থেকে ভাবলে কিন্তু চাপ এড়িয়ে যাওয়া যাবে না। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছে। ওই ম্যাচে ২৬৬ রান তুলেছিলেন রোহিত শর্মারা। ভারতীয় বোলিংকে এখনও পরীক্ষার মুখে পড়তেই হয়নি। পরের ম্যাচে নেপালের বিরুদ্ধে সহজ এসেছিল। বলা যেতে পারে, এশিয়া কাপের সুপার ফোরেই কড়া প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে নামতে হচ্ছে ভারতকে। এই মুহূর্তে ওয়ান ডে ফর্ম্যাটে সবচেয়ে গোছানো টিমের নাম পাকিস্তান। ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই যথেষ্ট তৈরি। বাবররা যে কারণে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন রবিবার।

এশিয়া কাপে ঘনঘন শ্রীলঙ্কা-পাকিস্তান করতে হয়েছে বাবরদের। এটা কি কোনও সমস্যা হতে পারে? ক্লান্তি গ্রাস করতে পারে টিমকে? বাবর মনে করছেন না। পাক অধিনায়কের কথায়, ‘আমরা তো শুরু থেকেই এশিয়া কাপের সূচি সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম। খুব ভালো করে জানতাম, কতটা যাত্রা করতে হবে আমাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা প্লেয়ারদের কতটা দেখভাল করেছি। আমরা সব দিক গুছিয়েই এগোতে পেরেছি।’

Next Article