Asia cup 2023 IND vs SL Match Result: এক কাপ চা শেষ হতেই ভারত এশিয়া সেরা!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 17, 2023 | 6:13 PM

Asia cup 2023 India vs Sri Lanka Match Report: চায়ের কাপ হাতেই যেন ভারতের ইনিংস শেষ হয়ে গেল! গত ম্যাচে বিরাট বিশ্রামে ছিলেন। রোহিতের বিশ্রামের প্রয়োজন ছিল। ম্যাচ থেকে বিশ্রাম না নিলেও ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়ল না। শুভমন গিলের সঙ্গে ঈশান কিষাণকে নামালেন। সকলেই ভাবছিলেন, ৫ ওভারেই না এই রান তুলে নেয় ভারত। ৫০ ওভারের ম্যাচ, রান তাড়ায় ভারতের লাগল ৬.১ ওভার।

Asia cup 2023 IND vs SL Match Result: এক কাপ চা শেষ হতেই ভারত এশিয়া সেরা!
Image Credit source: PTI

Follow Us

কলম্বো: লাঞ্চ শেষ হল না, অষ্টম বার এশিয়া সেরা ভারত! পরিস্থিতিটা যেন এমনই দাঁড়াল। এশিয়া কাপ ফাইনাল এমন একপেশে হবে! এ যেন কেউ প্রত্যাশা করতে পারেননি। এ বারের টুর্নামেন্টে সবচেয়ে বড় আশঙ্কা ছিল বৃষ্টি। কিন্তু এরকম ফাইনাল! বিশেষ করে পুরো টুর্নামেন্ট এবং গত দু-বছরে শ্রীলঙ্কার অনবদ্য পারফরম্যান্সের পর! ওডিআই ফরম্যাটে টানা ১৩টি জয়ের রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। সুপার ফোরে ভারতের কাছে জয়ের রথ থামে। বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ততদিনে টানা জয়ের রেকর্ড গড়ে নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ফাইনালের চাপ নিতে ব্যর্থ! ১০ উইকেটের বিশাল জয়ে অষ্টম বার এশিয়া সেরা ভারত। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পুরো টুর্নামেন্ট আর ফাইনালের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য গড়ে দিল ভারতের হাড়হিম করা সিম-সুইং বোলিং এবং মহম্মদ সিরাজ। ফাইনালে একটা টি-টোয়েন্টি ম্যাচও হল না। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু তাঁদের ব্যাটাররা যেন তৈরি ছিলেন না। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একাদশে পাঁচটি পরিবর্তন করেছিল ভারত। বোলিং বিভাগে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরা, সিরাজ এবং হার্দিককে। ফাইনালে ফিরলেন এবং লঙ্কাকান্ড বাধালেন সিরাজ। শুরুটা করলেন বুমরা। ইনিংসের তৃতীয় বলেই ফেরান অভিজ্ঞ কুশল পেরেরাকে। চতুর্থ ওভারে সিরাজ একাই নিলেন চার উইকেট। সব মিলিয়ে ২১ রানে ৬ উইকেট। হার্দিক পান্ডিয়া ৩ রান দিয়ে ৩ উইকেট। শ্রীলঙ্কা অলআউট ৫০ রানেই। ভারতের বিরুদ্ধে ওডিআইতে তাদের সর্মনিম্ন স্কোর এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন।

চায়ের কাপ হাতেই যেন ভারতের ইনিংস শেষ হয়ে গেল! গত ম্যাচে বিরাট বিশ্রামে ছিলেন। রোহিতের বিশ্রামের প্রয়োজন ছিল। ম্যাচ থেকে বিশ্রাম না নিলেও ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়ল না। শুভমন গিলের সঙ্গে ঈশান কিষাণকে নামালেন। সকলেই ভাবছিলেন, ৫ ওভারেই না এই রান তুলে নেয় ভারত। ৫০ ওভারের ম্যাচ, রান তাড়ায় ভারতের লাগল ৬.১ ওভার।

সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে খেতাব জিততে মরিয়া। ২০১৮ সালের পর এই প্রথম কোনও মাল্টি টিম ইভেন্টে চ্যাম্পিয়ন ভারত। সে বারও এশিয়া কাপই জিতেছিল ভারত।

Next Article