IND vs PAK: এর আগে কোনও বোলার পারেননি, আফ্রিদি হয়ে উঠলেন শাহেনশা!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 02, 2023 | 5:51 PM

Asia Cup 2023, IND vs PAK: ফরম্যাট যাই হোক, বিশ্ব ক্রিকেটে তর্কাতীত ভাবে বিশ্বের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটের কথাই ধরা যাক। বিরাট কোহলি ১৩ হাজারের মাইলফলকের সামনে। তেমনই ১০ হাজারের সামনে রোহিত শর্মা।

IND vs PAK: এর আগে কোনও বোলার পারেননি, আফ্রিদি হয়ে উঠলেন শাহেনশা!
Image Credit source: ICC

Follow Us

পাল্লেকেলে: আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিয়ত নানা নজির হয়। তেমনই এমন কিছু নজির হয় যা হয়তো আক্ষরিক অর্থে বিশাল কোনও গুরুত্ব নেই। যে বিষয়গুলি অবাক করে অবশ্যই। এশিয়া কাপ শুরু হয়েছে ক’দিন আগেই। ভারতীয় ক্রিকেট প্রেমীদের এশিয়া কাপ শুরু হল এ দিনই। আর এই ম্যাচেই অনন্য নজির গড়েন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফরম্যাট যাই হোক, বিশ্ব ক্রিকেটে তর্কাতীত ভাবে বিশ্বের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটের কথাই ধরা যাক। বিরাট কোহলি ১৩ হাজারের মাইলফলকের সামনে। তেমনই ১০ হাজারের সামনে রোহিত শর্মা। ঝুরি ঝুরি সেঞ্চুরি। বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরিও রয়েছে রোহিতের। তিন ফরম্যাটেই ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বছরের পর বছর। তাদের আক্রমণাত্মক ব্যাটিং যেমন ভয় ধরানোর মতো। রক্ষণও মজবুত। তাঁদের রক্ষণ ভেঙে উইকেট ছিটকে দেওয়া সহজ নয়। তাও আবার একই ম্যাচে দু-জনকে! সাদা বলের ক্রিকেটে অন্তত এমনটা আগে হয়নি।

এশিয়া কাপের প্রথম ম্যাচে সেই অসাধ্যসাধন করলেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথমে বোল্ড করেন রোহিত শর্মাকে। বিরাট কোহলি ক্রিজে এসেই অনবদ্য একটা অতিপরিচিত কভার ড্রাইভে বাউন্ডারি মারেন। মনে হচ্ছিল, কিং কোহলি দাপট দেখাবেন এই ম্যাচে। ঠিক সেই সময়ই শাহিনের ছোবল। সেই ভেতরে আসা ডেলিভারি। খেলবেন না ছাড়বেন এই ভাবতেই লেট করে ফেললেন বিরাট কোহলি। খেললেন ঠিকই, ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ হল না। উল্টে ব্যাটে লেগে উইকেট ভাঙল সেই ডেলিভারি। বিশ্বের প্রথম বোলার হিসেবে একই ইনিংসে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বোল্ড করার নজির গড়লেন শাহিন আফ্রিদি।

Next Article