কলম্বো: আবারও সিদ্ধান্ত বদল। কলম্বোতেই হবে এশিয়া কাপের সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ। কলম্বোয় টানা বৃষ্টি। এর ফলে কলম্বো থেকে হাম্বানতোতায় সরানো হয়েছিল সুপার এবং ফাইনাল ম্যাচ। এ দিন আবারও সিদ্ধান্ত বদল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, কলম্বোতেই হবে সুপার ফোর ও ফাইনাল। ক্যান্ডিতে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়। এরপর টিম পৌঁছে গিয়েছে কলম্বোতে। কেন এমন সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলম্বো। সে কারণেই সুপার ফোর এবং ফাইনাল সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাল্লেকেলেতেও বৃষ্টির প্রবল প্রভাব পড়েছে। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির প্রভাব পড়েছিল। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ সম্পূর্ণই করা যায়নি। ভারত প্রথমে ব্যাট করেছিল। ইনিংস বিরতিতে বৃষ্টি নামে। পাকিস্তান ইনিংস খেলাই হয়নি। ম্যাচ নিষ্ফলা থাকে। কলম্বোর পরিস্থিতি আরও খারাপ। সুপার ফোরের ম্যাচেও বৃষ্টির প্রভাব ভালো ভাবেই পড়তে পারে, এমনটাই আশঙ্কা। যদিও আবহাওয়ায় উন্নতি হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল কথা বলেছে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গেও।
সম্প্রচারকারী চ্যানেলের তরফেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়, এত দ্রুত সমস্ত সরঞ্জাম অন্য ভেনুতে নিয়ে যাওয়া খুবই জটিল কাজ। সুপার ফোরের পাঁচটি ম্যাচ কলম্বোয় হওয়ার কথা। সঙ্গে ফাইনাল। সুপার ফোরে প্রথম ম্যাচ অবশ্য পাকিস্তানে। কলম্বোয় সুপার ফোরের পর্ব শুরু হবে ১০ সেপ্টেম্বর। রবিবার মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচে বৃষ্টির প্রভাব পড়বে না বলেই আশাবাদী এসিসি। ক্রিকেট প্রেমীরাও সেই প্রার্থনাতেই।