কলম্বো: একটা সময় জসপ্রীত বুমরাকে শুধুমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট মনে করা হত। এরপর সাদা-বলের স্পেশালিস্ট। বুমরা যে টেস্ট ক্রিকেটও খেলতে পারেন, এমন ধারনাই কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকায় অভিষেক টেস্ট সিরিজেই সাড়া ফেলেন জসপ্রীত বুমরা। এখন ভারতীয় দলে তিন ফরম্যাটেই অবিচ্ছেদ্য অংশ এই পেসার। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের মূল অংশ। চোটের জন্য দীর্ঘ সময় বাইরে ছিলেন। আয়ার্ল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন হয়। খেলছেন এশিয়া কাপেও। ভারতের বিশ্বকাপ স্বপ্নে গুরুত্বপূর্ণ অংশ। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার অবশ্য মনে করেন, সব ফরম্যাটে খেলা উচিত নয় বুমরার। এর কারণও ব্যাখ্যা করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রতি প্রজন্মে এমন একজন ব্যাটার আসেন, যিনি এক দশক কিংবা যুগ রাজত্ব করেন। বোলিংয়েও তেমনই। জসপ্রীত বুমরাকে সেরকমই একজন বোলার মনে করেন শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ভাস। বুমরার জন্য তাঁর পরামর্শ, দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চাইলে, সব ফরম্যাটে না খেলাই উচিত। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্ডা ভাস বলছেন, ‘বুমরার বোলিং অ্যাকশন ব্যতিক্রমী। ওর মতো প্রতিভাকে সংরক্ষণ করতে হবে। ওর মতো বোলারকে সব ফরম্যাটে না খেলানোই উচিত। সিরিজ বা টুর্নামেন্টের গুরুত্ব অনুযায়ী খেলানো প্রয়োজন বুমরাকে।’
এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলছে ভারত। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট, হার্দিক, বুমরাদের। বিশ্বকাপের আগে যা খুবই প্রয়োজন ছিল। চামিন্ডা ভাস আরও বলছেন, ‘বিরাট কোহলি স্পেশাল প্লেয়ার। ও পারফরম্যান্সে প্রমাণ করেছে গত দশকের সেরা প্লেয়ার। এমনকি রোহিতের ক্ষেত্রেও তাই বলব। আমি নিশ্চিত, বিশ্বকাপে দেশের জন্য একশো শতাংশ উজাড় করে দেবে ওরা। আমার মতো প্রতিটা সমর্থকই বিরাট-রোহিতকে বিশ্বকাপে ভালো পারফর্ম করতে দেখার জন্য মুখিয়ে রয়েছে।’
এশিয়া কাপের ফাইনালে আগেই জায়গা করে নিয়েছিল ভারত। শুক্রবার পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। রবিবার ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। অষ্টম ট্রফির লক্ষ্যে নামবে ভারত।