কলম্বো: শুধু ব্যাটে-বলে বাজিমাত করলে ম্যাচ জেতা যায় না। ফিল্ডিং নড়বড়ে হলে একাধিক ম্যাচ হাতের মুঠো থেকে ফসকে যায়। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হেরে এ বারের মতো পাকিস্তানের এশিয়া কাপ (Asia Cup 2023) যাত্রা শেষ হয়েছে। দাসুন শানাকার শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে ফাইনালের টিকিট পেয়েছে। এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালে একাধিক ক্যাচ ফস্কানো ও মিসফিল্ডের খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে। গ্রিন আর্মির অন্যতম সেরা অলরাউন্ডার শাদাব খানের (Shadab Khan) একটি ওভার থ্রো দেখে বেজায় রেগে যান অধিনায়ক বাবর আজম (Babar Azam) এবং শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। শাদাব নিজেও ওভার থ্রো করে বিব্রত বোধ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে এশিয়া কাপের ‘সেমিফাইনালে’ পাক বোলারদের আগুনে পারফরম্যান্স দেখা যায়নি। খারাপ ফিল্ডিংয়ের খেসারতও দিতে হয়েছে পাকিস্তানকে। একাধিক ক্যাচ মিস করেছেন পাক ক্রিকেটাররা। এ ছাড়া ওভারথ্রো করার ফলে অতিরিক্ত রান তুলে নেওয়ার সুযোগও পেয়ে যান শ্রীলঙ্কা। ক্যাচ মিস, ওভারথ্রোয়ের সময় স্বাভাবিক ভাবেই পাকিস্তানের চোখ মুখের অবস্থা ছিল অন্যরকম।
শ্রীলঙ্কার ইনিংসের ৩৭তম ওভারে পাক অধিনায়ক বাবর আজম চটে যান তাঁর ডেপুটি শাদাব খানের ওপর। সেই ওভারে বল করছিলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। শাদাবের মিসফিল্ড দেখে বাবর ও শাহিন দু’জনই অবাক হয়ে যান। তাঁদের রিঅ্যাকশনও ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
— No-No-Crix (@Hanji_CricDekho) September 14, 2023
এ বারের এশিয়া কাপে অন্যতম ফেভারিট ছিল বাবর আজমের পাকিস্তান। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে আর ফাইনালে ওঠা হল না গ্রিন আর্মির। চলতি মহাদেশীয় টুর্নামেন্টেে ৫ ম্যাচে পাক অলরাউন্ডার শাদাব খান মোট ৬টি উইকেট নিয়েছে। আর করেছেন মাত্র ১৩ রান। তার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে শাদাব মাত্র ৩ রান করেন। ৯ ওভার বল করে মাত্র ১টি উইকেট পান।