AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: স্কোয়াড ঘোষণার অপেক্ষা, কী হতে পারে এশিয়া কাপে ভারতের একাদশ?

Asia Cup 2025: ভারত আয়োজক হলেও টুর্নামেন্ট হবে আরব আমির শাহিতে। ভারতের স্কোয়াড ঘোষণার অপেক্ষা। তবে একটা অনুমান করাই যায়, স্কোয়াড কী হতে পারে। তেমনই কী হতে পারে ভারতের একাদশ?

Indian Cricket: স্কোয়াড ঘোষণার অপেক্ষা, কী হতে পারে এশিয়া কাপে ভারতের একাদশ?
Image Credit: PTI FILE
| Updated on: Aug 06, 2025 | 8:06 PM
Share

ইংল্যান্ড সফর শেষ। ভারতীয় ক্রিকেটারদের মতো ক্রিকেট প্রেমীদেরও ব্রেক। অপেক্ষা শুরু এশিয়া কাপের। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি এই টুর্নামেন্ট। বিশ্বকাপের কারণে এ বারের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটেই। আগামী ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। ভারত আয়োজক হলেও টুর্নামেন্ট হবে আরব আমির শাহিতে। ভারতের স্কোয়াড ঘোষণার অপেক্ষা। তবে একটা অনুমান করাই যায়, স্কোয়াড কী হতে পারে। তেমনই কী হতে পারে ভারতের একাদশ? দেখে নেওয়া যাক।

এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর। আরব আমির শাহির বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে ভারত। অপেক্ষা ১৪ সেপ্টেম্বরের। সেদিন এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে সব মিলিয়ে তিন বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেটা তখনই হবে, যদি দু-দলই ফাইনালে ওঠে। নয়তো গ্রুপ এবং সুপার ফোর পর্ব মিলিয়ে দু-বার সাক্ষাৎ হবে। এখনও অবধি যা খবর, সেপ্টেম্বরের শুরুতেই আরব আমির শাহি চলে যাবে ভারতীয় ক্রিকেট দল।

কী হতে পারে ভারতের সেরা একাদশ? এখনও অবধি যা পরিস্থিতি তাতে পুরনো স্কোয়াডই ধরে রাখা হতে পারে। সামান্য কিছু পরিবর্তন হলেও হতে পারে। তবে সেই সম্ভাবনা ক্ষীণ। ওপেনিংয়ে দেখা যেতে পারে এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মাকে। সঙ্গী সঞ্জু স্যামসন। তিন নম্বরে তরুণ বাঁ হাতি ব্য়াটার তিলক ভার্মা। এরপর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দেখা যেতে পারে পাঁচে, ছয়ে থাকবেন আর এক ফিনিশার রিঙ্কু সিং। সাতে স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

আরব আমির শাহির পিচ পরিস্থিতি অনুয়ায়ী তিন স্পিনার খেলানোর সম্ভাবনা প্রবল। অক্ষর প্যাটেলের সঙ্গে বরুণ চক্রবর্তী থাকছেন। তৃতীয় স্পিনার নিয়ে একটু ভাবনার জায়গা রয়েছে। কুলদীপকে সুযোগ দেওয়া হবে নাকি রবি বিষ্ণোই। পেস বোলিংয়ে এখনও অবধি যা খবর বুমরা থাকবেন। বুমরা খেললে তাঁর সঙ্গী হিসেবে অর্শদীপ সিং। তৃতীয় পেসারের বিকল্প থাকছেন হার্দিক। বুমরা না থাকলে হর্ষিত রানাকে একাদশে দেখা যাবে।

এশিয়া কাপে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং।