Australia Cricket : অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে নেই লাবুশেন, দলে এক ভারতীয়!
২০২৩ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া প্রাথমিক দল ঘোষণা করেছে। ১৮ সদস্যের এই স্কোয়াডে রয়েছে চমকপ্রদ নাম। অস্ট্রেলিয়া প্রাথমিক স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত ২১ বছরের বোলারকেও অন্তর্ভুক্ত করেছে।
মেলবোর্ন : ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) শুরু হতে এখনও দু’মাস বাকি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া প্রাথমিক ১৮ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। ভারতে আয়োজিত এই মেগা টুর্নামেন্ট শুরু হচ্ছে ৫ অক্টোবর। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া (Australia Cricket)। আবারও ফেভারিট দল হিসেবে ওডিআই বিশ্বকাপে নামবে তারা। ষষ্ঠ খেতাব জয়ের লক্ষ্যে। আর সেই দলের প্রাথমিক স্কোয়াডে রইল বড়সড় চমক। এক ভারতীয়কে বিশ্বকাপ স্কোয়াডে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে তাতে জায়গা পাননি মার্নাস লাবুশেন। টেস্ট ফরম্যাটে বিশ্বের শীর্ষ ব্যাটার লাবুশেনের ওডিআইতে পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গত ১৫টি ওডিআইতে মাত্র দুটি হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। গত বছর শ্রীলঙ্কা ও পাকিস্তান সফরে চমকপ্রদ কিছু করতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। চমকের শেষ শুধু এখানেই নয়। ভারতীয় বংশোদ্ভূত আনক্যাপড লেগ স্পিনার তনভীর সাংঘা অস্ট্রেলিয়া স্কোয়াডে জায়গা পেয়েছেন। ২১ বছরের সাংঘার জন্ম অস্ট্রেলিয়ায়। তনভীরের বাবা জোগা সাংঘা জলন্ধরের রহিমপুর গ্রামের বাসিন্দা। ১৯৯৭ সালে তিনি পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান। সিডনিতে বসবাস শুরু করেন।
অস্ট্রেলিয়ার ঘোষিত এই স্কোয়াড দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে সিরিজের জন্যও। অস্ট্রেলিয়া ৫ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে। এরপর ভারতের সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র গ্লেন ম্যাক্সওয়েল পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারবেন না।
অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাংঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।