Rohit Sharma : কীসের অবসর? ২০২৪ টি ২০ বিশ্বকাপ খেলতে চান রোহিত!
২০২২ সালের টি ২০ বিশ্বকাপের পর রোহিত শর্মাকে (Rohit Sharma) টি ২০তে খেলতে দেখা যায়নি। এই ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।
কলকাতা : আগামী বছরের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটারদের? বড় প্রশ্ন। ২০২২ সালের টি ২০ বিশ্বকাপের পর রোহিত শর্মাকে (Rohit Sharma) টি ২০ ফরম্যাটে দেখা যায়নি। এই ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। ফলে ভারতীয় দলের ক্যাপ্টেনের টি ২০ ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের সামনে। আগামী বছরের বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণদের নিয়ে বিশ্বকাপ দল গড়ার সম্ভাবনা। সেখানে বিরাট-রোহিতদের ঠাঁই নাও হতে পারে। এই জল্পনা মাঝে নিজের টি ২০ কেরিয়ার নিয়ে বড় বয়ান দিলেন রোহিত। নিজেই জানিয়ে দিলেন, এই ফরম্যাট নিয়ে তাঁর ভাবনাচিন্তা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে নেই রোহিত শর্মা। নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। ২০ ওভারের ফরম্যাট থেকে দীর্ঘদিন বাইরে থাকলেও রোহিত জানিয়ে দিলেন, আগামী বছরের টি ২০ বিশ্বকাপের রেসে তিনি দারুণভাবে রয়েছেন। আগামী বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। এদিকে রোহিত শর্মা বর্তমানে ক্যালিফোর্নিয়াতে রয়েছেন নিজের ক্রিকেট অ্যাকাডেমির লঞ্চের জন্য়। তাঁরই ফাঁকে ভারতীয় দলের ক্যাপ্টেন জানান, তিনি এখানে বারবার ফিরে আসতে চান। ৩৭ বছরের রোহিত বলেছেন, “আমেরিকা আসার কারণ রয়েছে। আপনারা সবাই জানেন যে এখানে বিশ্বকাপ আয়োজন করা হবে। ২০২৪ সালের জুন মাসে খেলা হবে টি ২০ বিশ্বকাপ। সবাই বিশ্বকাপ নিয়ে উৎসাহিত। আমিও সেদিকেই তাকিয়ে রয়েছি।”
Rohit Sharma said – More than just going & enjoying there is an other reason to come here. Bcoz you knw the WC is coming, In June there will be T20 World Cup(2024) happening, I’m pretty sure everyone is excited. We look forward to that.
Great News for all #RohitSharma? fans ? pic.twitter.com/w3MNdAE95K
— ??????? ?? (@ChaitRo45) August 6, 2023