Tilak Varma : অর্ধশতরানের পর বিশেষ নাচ, তিলকের সেলিব্রেশনে রোহিতের কানেকশন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেন তিলক ভার্মা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। অর্ধশতরানের পর তিলক বিশেষ ভঙ্গিতে নেচে ওঠেন। এই উদযাপনের সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক রয়েছে।

Tilak Varma : অর্ধশতরানের পর বিশেষ নাচ, তিলকের সেলিব্রেশনে রোহিতের কানেকশন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 11:37 AM

গায়ানা : ২০ বছর বয়সী তিলক ভার্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে এখন পর্যন্ত ভারতের সেরা ব্যাটার (WI vs IND)। এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে আনকোরা হলেও চাপে নেই তিলক। আন্তর্জাতিক ম্যাচের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেন তিলক (Tilak Verma)। ভারতীয় দলের জার্সিতে প্রথম অর্ধশতরান অবশ্যই তিলকের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় দলে বাকি ব্যাটাররা যখন রান তুলতে হিমশিম খাচ্ছেন, তখন তিলক ৪১ বলে ৫১ রান করলেন পাঁচটি চার এবং একটি ছয় হাঁকিয়ে। হাফ সেঞ্চুরির পর বিশেষ সেলিব্রেশন করেন তিলক। এমন উদযাপনের সঙ্গে রয়েছে অধিনায়ক রোহিত শর্মার কানেকশন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এদিন ৩৯ বলে অর্ধশতরান পূরণ করেন তিলক ভার্মা। হাফ সেঞ্চুরির পর দু’হাতের বুড়ো আঙুল দেখিয়ে নাচলেন তিনি। বিগত দু’বছর ধরে আইপিএল খেলছেন তিলক। তাঁকে কখনও এভাবে উদযাপন করতে দেখা যায়নি। ম্যাচের পর তিলক এই উদযাপনের নেপথ্য়ের গল্প শুনিয়েছেন। তিলকের এই নয়া সেলিব্রেশনের সঙ্গে রয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার ৪ বছরের মেয়ে সামাইরার কানেকশন। ম্যাচের পর তিলক বলেন, “এটা (সেলিব্রেশন) রোহিত ভাইয়ের মেয়ে স্যামির জন্য ছিল। আমাদের সম্পর্ক খুব ভালো। আমি যখনই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করব, এভাবেই সেলিব্রেট করব। আমরা দু’জন একইভাবে খেলা করি। শুধুমাত্র স্যামির জন্য এই উদযাপন করেছি।”

তিলকের সেলিব্রেশনে ভিডিওটি শেয়ার করেছেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদে। এর পাশাপাশি তিলকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই। রোহিত নিজেও ইনস্টা স্টোরিতে তিলকের হাফ সেঞ্চুরির সেলিব্রেশন শেয়ার করেন। আইপিএল চলাকালীন সামাইরার সঙ্গে তিলক ভার্মার খুনসুটির ভিডিয়ো ভাইরাল হয়েছিল।