শ্রীলঙ্কা ১৫৪-৬ (২০ ওভার)
অস্ট্রেলিয়া ১৫৫-২ (১৭ ওভার)
৭ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
দুবাই: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দুবাইতে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup ) সুপার-১২ এর ম্যাচে আজ অস্ট্রেলিয়ার (Australia) প্রাপ্তি ২ পয়েন্ট। উপরি পাওনা অজি তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারের (David Warner) ফর্মে ফেরা। অন্যদিকে দাসুন শানাকারা বাংলাদেশকে নিজেদের প্রথম ম্যাচে হারাতে পারলেও, অজিদের বিরুদ্ধে লঙ্কানদের কোনও গেম প্ল্যানই কাজে এল না। দুবাইতে টসে জিতে শুরুতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। শুরুটা ভালো করলেও মাঝের ওভারগুলোতে ওলোটপালোট করতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তোলে শ্রীলঙ্কা। ১৫৫ রান তাড়া করতে নেমে জয়ের ভিত গড়ে দেয় অজিদের ওপেনিং জুটি। বাকি কাজটা সারেন স্মিথ-স্টোইনিস জুটি।
পাওয়ার প্লে-র মধ্যে এক উইকেট হারিয়ে ফেললেও ভালো শুরু করেছিল লঙ্কানরা। তৃতীয় ওভারের তৃতীয় বলে পথুম নিশঙ্কার উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ঝটকা দেন প্যাট কামিন্স। ৭ রানে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন নিশঙ্কা। এরপর ক্রিজে আসেন চরিথ আসালঙ্কা। কুশল পেরেরার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আসালঙ্কা। পেরেরার সঙ্গে জুটিতে আসালঙ্কা ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু সেই জমাট জুটিতে ভাঙন ধরান অ্যাডাম জাম্পা। এরপরই দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। অভিক্ষা ও হাসারঙ্গা ফেরেন নামের পাশে ৪ করে রান নিয়ে। ভানুকা রাজাপক্ষ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসময় সঙ্গীই পাচ্ছিলেন না। সেই সময় দাসুন শানাকার সঙ্গে ৪০ রানের পার্টনারশিপ গড়ে দলকে কিছুটা রান এনে দেন রাজাপক্ষ। কিন্তু ক্যাপ্টেন শানাকার ব্যাট থেকেও খুব বেশি রান আসেনি। ১৯ বলে ১২ রান করে প্যাট কামিন্সের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান অধিনায়ক। শেষ বেলায় চামিকা করুণারত্নের সঙ্গে ২০ রানের পার্টনারশিপ গড়েন রাজাপক্ষ। শেষ পর্যন্ত ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রাজাপক্ষ এবং করুণারত্নে নট আউট ৯ রানে।
অজিদের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১২০ বলে ১৫৫ রান। সুপার-১২ এ নিজেদের প্রথম ম্যাচ জেতায় একটা আত্মবিশ্বাস তো ছিলই অস্ট্রেলিয়ার। রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। পাওয়ার প্লে-তে সফল হয় ফিঞ্চ-ওয়ার্নার জুটি। উইকেটের খোঁজে থাকা লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন ভানিন্দু হাসারঙ্গা। ৪২ বলে ৭০ রানের পার্টনারশিপ গড়া ফিঞ্চ-ওয়ার্নার জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারঙ্গা। ২৩ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক। তিনে আসা গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট আজ সেভাবে জ্বলে ওঠার সুযোগ পায়নি। ৫ রান করে হাসারঙ্গার দ্বিতীয় শিকার হন ম্যাক্সি। এরপর ক্রিজে আসেন স্টিভ স্মিথ। ওয়ার্নার-স্মিথ জুটি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ওয়ার্নারের ব্যাট থেকে একের পর এক দুরন্ত শট আসতে থাকে। অবশেষে শ্রীলঙ্কার ক্যাপ্টেন বল হাতে নিয়ে ফেরান দুরন্ত ফর্মে থাকা ওয়ার্নারকে ৪২ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংসের পর মাঠ ছাড়েন অজি তারকা ব্যাটার। এরপর মার্কাস স্টোইনিসের সঙ্গে জুটি বেঁধে দলকে ম্যাচ জেতান স্টিভ স্মিথ। ১৬.৬ ওভারে লাহিরু কুমারার বল বাউন্ডারিতে পাঠিয়ে দলকে জেতান স্মিথ। ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্মিথ এবং ১৬ রানে নট আউট থাকেন মার্কাস স্টোইনিস। ১৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।