দুবাই: প্রথমে ভারত (India), তারপর নিউজিল্যান্ড (New Zealand)। দুটো হেভিওয়েট ম্যাচ জিতে সেমিফাইনালের পথে পা বাড়িয়ে রেখেছে পাকিস্তান (Pakistan)। আজ রাতে আফগানিস্তানকে (Afghanistan) হারালেই নিশ্চিত হয়ে যাবে শেষ চারের পথ। আফগানদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানরা (Md Rizwan)।
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড বেশ প্রশংসনীয়। সাদা বলের ক্রিকেটে ৫ বার আফগানদের বিরুদ্ধে খেলেছে পাক দল। ৫ বারই জিতেছে। তার মধ্যে ৪টে একদিনের ম্যাচ আর ১টা টি-টোয়েন্টি। ২০১৩ সালে কুড়ি ওভারের ফরম্যাটে এক বারই আফগানদের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। আত্মবিশ্বাসে ভরপুর হলেও রাশিদ খান, মুজিব উর রহমানদের নিয়ে সতর্ক থাকছেন বাবররা। গত ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র ৬০ রানে শেষ করে দিয়েছিলেন রাশিদ খানরা (Rashid Khan)। তাই আফগান স্পিন অ্যাটাক সামলাতে বাড়তি গুরুত্ব বাবর-রিজওয়ানদের।
এখনও পর্যন্ত টস ভাগ্য সঙ্গ দিয়েছে বাবর আজমের। আজ রাতেও টস ভাগ্য সঙ্গ দিলে ফিল্ডিং নিতে পারেন পাক অধিনায়ক। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলিদের মতো পেস অ্যাটাকের পাশাপাশি ইমাদ ওয়াসিম, শাদাব খানের মতো স্পিনাররাও আছেন দলে। আফগানিস্তানের জাজাই-শাহজাদদের দ্রুত প্যাভিলিয়নে ফেরানোই লক্ষ্য আফ্রিদিদের।
অন্যদিকে আফগানিস্তান দলের প্রধান অস্ত্রই রাশিদ খান আর মুজিব উর রহমান জুটির স্পিন। দেশ তালিবানের দখলে। অনেক বাধা পেরিয়েই বিশ্বকাপের মঞ্চে রাশিদ খানরা। দেশবাসীর মনের অবস্থা একেবারেই ভালো নেই। এই অবস্থায় দেশবাসীর মুখে হাসি ফোটাতে পারে নবি, নাজিবুল্লাহদের পারফরম্যান্স। পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের কর্তৃত্ব দেখাতে তৈরি আফগানরা।