Ashes Series : বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চালকের আসনে অস্ট্রেলিয়া

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 26, 2021 | 3:26 PM

Australia vs England : প্রথম দিনের শেষে ইংল্যান্ড ১২৪ রানে এগিয়ে থাকলেও ম্যাচে চালকের আসনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন স্কোর বোর্ডে বড় রান তুলতে পারলেই সিরিজ জয়টা কার্যত নিশ্চিত হয়ে যাবে কামিন্সদের।

Ashes Series : বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চালকের আসনে অস্ট্রেলিয়া
দলে ফিরেই ছন্দে অজি অধিনায়ক কামিন্স। Pics Courtesy: Twitter

Follow Us

মেলবোর্ন: অ্যাসেজ সিরিজ (Ashes Series) বাঁচাতে বক্সিং ডে টেস্টে (boxing day test) জিততেই হবে। প্রথম দলে একাধিক বদল করে মাঠে নেমেছিল ইংল্যান্ড (England)। ক্রিকেটার বদল হলেও পারফরম্যান্সে বদল হল না। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই থেকেই রুটের দলকে ব্যাটফুটে ঠেলে দিল অস্ট্রেলিয়া (Australia)। করোনা আতঙ্ক কাটিয়ে মাঠে ফেরা অজি অধিনায়ক কামিন্স প্রতিপদে ইংল্যান্ডকে নাজেহাল করে ছাড়লেন। টস থেকে শুরু। মেলবোর্নের উইকেটে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠিয়ে দিল কামিন্স (Pat Cummins)। আর প্রথম দিনই গুটিয়ে গেল রুটদের প্রথম ইনিংস। স্কোর বোর্ডে মাত্র ১৮৫ রান।

 

 

ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারকে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেওয়ার কাজটা করলেন কামিন্স। এরপর কিছুটা লড়াই করার চেষ্টা ইংল্যান্ড অধিনায়ক রুটের। কিন্তু স্টার্কের বলে তিনি ফিরতেই যেন সব শেষ। ৩৫ রান বেয়াস্টোর। তিনিও স্টার্কের শিকার। এরপর আসরে নামলেন স্পিনারক লিয়ঁ। তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডের লোয়ার অর্ডারকে প্যাভেলিয়ানে ফিরিয়ে দিলেন। অভিষেক টেস্টে একটি উইকেট পেলেন বোল্যান্ডও। এখটি উইকেট ক্যামারন গ্রিনের।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে ৬১ রান অস্ট্রেলিয়া। প্রথম ওভারে থেকেই ইংল্যান্ড বোলাররা ছন্নছাড়া। লাইনটাই খুঁজে পেলেন না রবিনসন, অ্যান্ডরসনরা। সেই সুযোগে স্কোর বোর্ডে রান তোলা শুরু। শেষ বেলায় ৩৮ রানে ওয়ার্নার আউট। তাঁকে ফেরালেন অ্যান্ডারসন। ২০ রানে ক্রিজে আছেন মার্কস হ্যারিস। নাইট ওয়াচম্যান লিয়ঁ।

 

 

প্রথম দিনের শেষে ইংল্যান্ড ১২৪ রানে এগিয়ে থাকলেও ম্যাচে চালকের আসনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন স্কোর বোর্ডে বড় রান তুলতে পারলেই সিরিজ জয়টা কার্যত নিশ্চিত হয়ে যাবে কামিন্সদের।

 

আরও পড়ুন : Rohit Shamra: এনসিএতে প্রথম ফিটনেস টেস্টে পাস করলেন রোহিত

Next Article
Rohit Sharma: এনসিএতে প্রথম ফিটনেস টেস্টে পাস করলেন রোহিত
Australia Cricket: তিন কোচের পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়ার