মেলবোর্ন: অস্ট্রেলিয়ার কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) ভবিষ্যত্ কোন দিকে? প্রশ্নের উত্তর এখনই দিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। বরং অ্যাসেজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার কথাই শোনা যাচ্ছে। উঠে আসছে আরও একটা তত্ত্ব। ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য নাকি তিনজন আলাদা আলাদা কোচের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে যুগান্তকারী হয়ে উঠতে পারে। কারণ আলাদা আলাদা ফরম্যাটে আলাদা ক্যাপ্টেনের নজির রয়েছে বিশ্বে। কিন্তু আলাদ আলাদা কোচ? আবার বিশ্ব ক্রিকেটে নতুন ধারার আমদানী করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া?
কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল ল্যাঙ্গারকেই কোচের পদে রাখতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু বক্সিং ডে টেস্টের দিন হঠাত্ করেই হাওয়া ঘুড়িয়ে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হোকলি (Nick Hockley)। বলেছেন, “ল্যাঙ্গারের চুক্তি শেষ হচ্ছে। অ্যাসেজে (Ashes Series) শেষ হলে আমরা এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অ্যাসেজ শেষ হওয়ার পর আমরা ল্যাঙ্গারের সঙ্গে কথা হবে। দু’পক্ষের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” অ্যাসেজের পর পাকিস্তান সফর। তার আগেই কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, নিক হোকলি।
ভারতের কাছে ঘরের মাঠে পরপর দুটি সিরিজ হারার পর প্রবল সমালোচনার মুখে পরেছিলেন কোচ জাস্টিন ল্য়াঙ্গার। কিন্তু প্রথমবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়ন হয়ে সেই সমালোচনার মোড় ঘুড়িয়ে দেন জাস্টিন ল্যাঙ্গার। তাঁর হাতেই দলের দায়িত্ব দেওয়ার হোক, এমনই দাবি অজি সমর্থকদের। সূত্রের খবর, তিন ফরম্যাটে তিন কোচের পরিকল্পনা রূপায়ন হলে ল্যাঙ্গারের দায়িত্বে থাকতে পারে শুধু মাত্র টেস্ট টিমের দায়িত্ব।
আরও পড়ুন : Ashes Series : বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চালকের আসনে অস্ট্রেলিয়া
আরও পড়ুন : Rohit Sharma: এনসিএতে প্রথম ফিটনেস টেস্টে পাস করলেন রোহিত