AUS vs NED, ICC World Cup 2023 Highlights: ডাচদের বিরুদ্ধে ৩০৯ রানের বিরাট ব্যবধানে জয় অজিদের
Australia vs Netherlands,ICC world Cup 2023 Live Score Updates:জোড়া জয় পেয়ে আজকের ম্যাচে আত্মবিশ্বাসী প্যাট কামিন্সের দল। অন্যদিকে এ বারের বিশ্বকাপে আগেই অঘটন ঘটিয়ে ফেলেছে ডাচরা। ফের আবার অজিদের হারাতে পারলে আরও এক অঘটনের সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের মঞ্চে দু'বার সাক্ষাৎ হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্য়ান্ডসের। দু'বার হারতে হয় ডাচদের।
নয়াদিল্লি: দীর্ঘ ১৬ বছর পর আজ অজিদের মুখোমুখি হল নেদারল্যান্ডস। অতীতের ছবি বদলাল না। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ২১ ওভারেই ৯০ রান তুলে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে এই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করল অস্ট্রেলিয়া। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবলে উন্নতি করেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৪ নম্বরে উঠল অজিরা। AUS vs NED ম্যাচের হাইলাইটস পেতে ক্লিক করুন TV9 Bangla Sports এর লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup: ডাচদের বিরুদ্ধে কীভাবে জিতল অজিরা?
ICC World Cup Match Report, Australia vs Netherlands: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ম্যাচে নেমেছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস। এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তিন বার সাক্ষাৎ হল অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের। তার মধ্যে তিনবারই জিতল অজিরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধই গড়তে পারেনি স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস।
পড়ুন বিস্তারিত – AUS vs NED Match Report: ম্যাক্সি-ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি, বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার
-
ICC World Cup: বিশ্বকাপে রেকর্ড মার্জিনে জয় অজিদের
২১ ওভারে ৯০ রান তুলে অলআউট নেদারল্যান্ডস। ৩০৯ রানের বিরাট ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বড় মার্জিনে জয় অস্ট্রেলিয়ার।
-
-
ICC World Cup: ডাচদের ইনিংস বাকি ৩০ ওভার
ডাচদের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ। এর মধ্যে ৮ উইকেটে ৮৭ রান করেছে ডাচরা। জিততে হলে বাকি থাকা ৩০ ওভারে নেদারল্যান্ডসকে তুলতে হবে ৩১৩ রান।
-
ICC World Cup: ডাচদের ষষ্ঠ উইকেটের পতন
মিচেল মার্শ তুলে নিলেন তেজা নিদামানুরুর উইকেট। ১৮ বলে ১৪ রান করে মাঠ ছাড়লেন তেজা। -
ICC World Cup: ডাচদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ
- ডাচদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ
- নেদারল্যান্ডস এই ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৬৯ রান
- জিততে হলে বাকি থাকা ৩৫ ওভারে নেদারল্যান্ডসকে তুলতে হবে ৩৩১ রান
-
-
ICC World Cup: অ্যাকারম্যান আউট
জশ হ্যাজলউড ফেরালেন কলিন অ্যাকারম্যানকে। ১১ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন অ্যাকারম্যান।
-
ICC World Cup: বিক্রমজিৎ আউট
রান আউট হলেন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং। ২৫ রান করে মাঠ ছাড়লেন বিক্রমজিৎ সিং।
-
ICC World Cup: রান তাড়া করতে নামল ডাচরা
ডাচদের টার্গেচ ৪০০। ওপেনিংয়ে নামলেন ম্যাক্স ও’ডড ও বিক্রমজিৎ সিং।
-
ICC World Cup: অজিরা থামল ৩৯৯ রানে
জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে অজিরা তুলল ৩৯৯ রান। ডাচদের জিততে হলে তুলতে হবে ৪০০ রান।
-
ICC World Cup: বিশ্বকাপে ম্যাক্সির দ্রুততম সেঞ্চুরি
ওডিআই বিশ্বকাপে গ্লেন ম্য়াক্সওয়েল দ্রুততম সেঞ্চুরি করলেন। ৪০ বলে শতরান করলেন ম্যাক্সি।
-
ICC World Cup: ম্যাক্সির হাফসেঞ্চুরি
বাস ডি লিডকে ছক্কা হাঁকিয়ে ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
-
ICC ODI World Cup 2023: আউট গ্রিন
ফের আউট! এ বার ফিরলেন ক্যামেরন গ্রিন।
-
ICC ODI World Cup 2023: জোড়া উইকেট!
জোড়া উইকেট হারাল অজিরা। প্রথমে জস ইংলিশ ও সঙ্গে-সঙ্গেই ওয়ার্নারের উইকেট পেল ডাচরা।
-
ICC ODI World Cup 2023: শতরান ওয়ার্নারের
শতরান এল ওয়ার্নারের ব্য়াটে। বিশ্বকাপের মঞ্চে ৬ টি সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে ছুঁলেন তিনি।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন লাবুসেন
ছন্দে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ৬২ রান করেই ফিরলেন লাবুসেন। তাঁকে ফেরালেন বাস ডি-লিড।
-
ICC ODI World Cup 2023: আউট স্টিভ স্মিথ
শতরান হল না। ৭০ রানের ইনিংস খেলেই ফিরলেন স্টিভ স্মিথ।
-
ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি ওয়ার্নারের
অর্ধ শতরান এল ওয়ার্নারের ব্যাটে।
-
ICC ODI World Cup 2023: উইকেট হারাল অজিরা
শুরুতেই উইকেট হারাল অজিরা। মাত্র ৯ রান করেই ফিরলেন মিচেল মার্শ। তাঁকে ফেরালেন লোগান ভ্যান বিক।
-
ICC ODI World Cup 2023: অজিদের ইনিংস শুরু
অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
-
ICC ODI World Cup 2023: বিষেন সিং বেদীর উদ্দেশ্যে নীরবতা পালন
প্রয়াত তারকা বিষেন সিং বেদীর আত্মার শান্তি কামনা করে শুরু হল অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ।
-
ICC ODI World Cup 2023: টস আপডেট
টস জিতে ডাচদের ফিল্ডিংয়ে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
-
ICC ODI World Cup 2023: কেমন হতে পারে অজিদের বিরুদ্ধে নেদারল্যান্ডসের লড়াই?
বিস্তারিত পড়ুন: জয়ের হ্যাটট্রিকে নজর অজিদের, ডাচরা লড়াইয়ের জন্য তৈরি
Published On - Oct 25,2023 1:00 PM