AUS vs NED, ICC WC Match Preview: জয়ের হ্যাটট্রিকে নজর অজিদের, ডাচরা লড়াইয়ের জন্য তৈরি
Australia Vs Netherlands ICC world Cup 2023: বছর ১৬ আগে ওডিআই বিশ্বকাপে শেষ বার সাক্ষাৎ হয়েছিল দুই দলের। মোট ২ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ২০০৩ সালের বিশ্বকাপে ডাচদের ৭৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ২০০৭ সালের বিশ্বকাপে ২২৯ রানের বড় ব্যবধানে হেরেছিল নেদারল্যান্ডস। অতীত এ বার পিছনে ফেলে এগোতে মরিয়া স্কট এডওয়ার্ডসরা।
নয়াদিল্লি: জোড়া জয়ে আত্মবিশ্বাসী অজি শিবির। বিশ্বকাপে (ICC World Cup 2023) আজ তাদের সামনে প্রতিপক্ষ স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস (Netherlands)। যারা আবার এ বারের বিশ্বকাপে যে কোনও মুহূর্তে অঘটন ঘটানোর জন্য তৈরি বলে হুঙ্কার দিয়ে রেখেছে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia) অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ডাচদের আটকে দিতে পারলে জয়ের হ্যাটট্রিক করবে। অন্যদিকে নেদারল্যান্ডস যদি কোনও ভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তা হলে সেটি হবে এ বারের বিশ্বকাপে আরও একটি অন্যতম বড়সড় অঘটন। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড ম্যাচের প্রিভিউ রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বছর ১৬ আগে ওডিআই বিশ্বকাপে শেষ বার সাক্ষাৎ হয়েছিল দুই দলের। মোট ২ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ২০০৩ সালের বিশ্বকাপে ডাচদের ৭৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ২০০৭ সালের বিশ্বকাপে ২২৯ রানের বড় ব্যবধানে হেরেছিল নেদারল্যান্ডস। অতীত এ বার পিছনে ফেলে এগোতে মরিয়া স্কট এডওয়ার্ডসরা। জানলে অবাক হতেই পারেন। ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস একজন অস্ট্রেলিয়ার নাগরিক। মেলবোর্নে তিনি বড় হয়েছেন। ভিক্টোরিয়ার হয়ে সেকেন্ড XI ক্রিকেটে তিনি খেলেছেন।
অজি শিবিরে যোগ দিয়েছেন ট্রাভিস হেড। বাঁ হাতের চোটের জন্য টুর্নামেন্টের প্রথমার্ধে ছিলেন না হেড। দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তাঁকে ডাচদের বিরুদ্ধে দেখা যাবে কিনা সেটাই দেখার। তবে অজি শিবিরে দলের বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পার ব্যাক স্প্যাজম নিয়েই যত চিন্তা। ডাচদের হালকা ভাবে নেওয়ার কথা মোটেও ভাবছে না অস্ট্রেলিয়ানরা। তাই সম্ভবত একাদশে উইনিং কম্বিনেশন বদলাবে না অজিরা।
ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ছন্দে থাকা অজি শিবিরের জন্য বেশ স্বস্তির। পাকিস্তানের বিরুদ্ধে এই জুটির ২৫৯ রানের পার্টনারশিপ ছিল। ওপেনার হিসেবে ৭টি ইনিংসে মার্শ ১০৮.৩ স্ট্রাইক রেটে ৩৫১ রান করেছেন। ট্রাভিস হেডের অনুপস্থিতিতে যে সময় ওয়ার্নারও ছন্দ খুঁজে বেড়াচ্ছিলেন, তখন দলকে খানিক হলেও ভরসা দিয়েছেন মার্শ তা বলাই যায়। তবে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকেও জ্বলে উঠতে হবে। বিশেষ করে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন এখন ছন্দে নেই। এ বার দেখার ডাচদের বিরুদ্ধে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফাইভ স্টার পারফরম্যান্স দেখাতে পারে কিনা।