ভারতে চলতি ১০ দলের বিশ্বকাপের (ICC World Cup 2023) যুদ্ধে রবিবার ছিল জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ধরমশালায় মুখোমুখি হয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ এবং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট ছিনিয়ে্ নিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে অজিদের ব্যাটিংয়ে পাঠান কিউয়িদের ভার প্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। প্রথমে ব্যাটিং করে ৩৮৮ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা ট্রাভিস হেড। ৮১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ডেভিড ওয়ার্নার। এরপর ৩৮৯ রান তাড়া করতে নেমে ১১৬ রান করেন রাচিন। কিন্তু তিনি আউট হওয়ার পর দলের বাকিরা শত চেষ্টা করেও টার্গেট পূরণ করতে পারেননি। টানটান লড়াই শেষে ৫ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ইডেনে বাংলাদেশের মুখোমুখি হয় ডাচারা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান করে অলআউট ডাচরা। এরপর ২৩০ রান তাড়া করতে নেমে ৪২ ওভারেই অলআউট বাংলাদেশ।আজকের এই জোড়া ম্যাচের সমস্ত লাইভ আপডেট পাবেন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
ইডেনে শেষ হাসি হাসল ডাচরা। বাংলাদেশকে হারিয়ে ৮৭ রানে জয়ী নেদারল্যান্ডস।
উইকেটের বন্য়া! এ বার ফিরলেন মাহমাদুল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারাল টাইগাররা।
মাত্র ৩ রান করেই ফিরলেন লিটন দাস। তাঁকে ফেরালেন আর্য্য দত্ত।
ধরমশালায় দেখা গেল টানটান শেষ ওভার। শেষ অবধি ৫ রানে জিতল অস্ট্রেলিয়া।
টার্গেট ২৩০। রান তাড়া করতে নামল বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন দাস ও তানজিদ হাসান।
নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান তুলে অলআউট হল নেদারল্যান্ডস। বাংলাদেশকে জিততে হলে তুলতে হবে ২৩০ রান।
৭৭ বলে শতরান পূর্ণ করলেন রাচিন রবীন্দ্র। এটি তাঁর ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরান।
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। ৬৮ রান করে মাঠ ছাড়লেন স্কট এডওয়ার্ডস।
অ্যাডাম জাম্পা তুলে নিলেন কিউয়িদের ভারপ্রাপ্ত টম ল্যাথামের উইকেট। ২১ রান করে মাঠ ছাড়লেন জাম্পা।
বাংলাদেশের বিরুদ্ধে ৭৮ বলে হাফসেঞ্চুরি করলেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস।
মিচেল স্টার্কের বলে চার মেরে অর্ধশতরানে পৌঁছলেন ড্যারেল মিচেল। ৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মিচেল।
ফের উইকেট। এ বার ফিরলেন উইল ইয়ং।
১৪ ওভারেই ৪ উইকেট হারাল নেদারল্য়ান্ডস।
কিউয়িদের টার্গেট ৩৮৯। রান তাড়া করতে নামল নিউজিল্যান্ড। ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও উইল ইয়ং।
ডাচরা প্রথম ৩ ওভারের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলেছে। দ্বিতীয় ওভারে বিক্রমজিৎ সিংকে ফেরান তাসকিন আহমেদ। এরপর তৃতীয় ওভারে ম্যাক্স ও’ডডকে ফেরান শরিফুল ইসলাম।
৪ বল বাকি থাকতেই ৩৮৮ রান তুলে অলআউট হল অজিরা। ৪৮ ওভারের শেষ অবধি অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ৩৮৭। এরপর ৪৯তম ওভারে ট্রেন্ট বোল্ট তুলে নেন তিনটি উইকেট। যার ফলে ৩৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
তুলির টানে… ইডেনে আজ যেহেতু বাংলাদেশের ম্যাচ। তাই ওপার বাংলা থেকে একাধিক সমর্থকরা প্রিয় দলের সমর্থনে এসেছেন। ক্রিকেটের নন্দনকাননে ম্যাচ শুরুর আগে একাধিক বাংলাদেশি সমর্থককে দেখা গিয়েছে, গালে দেশের পতাকার আঁকাতে।
বাংলাদেশের বিরুদ্ধে ডাচদের ইনিংস শুরু। ওপেনিংয়ে বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডড।
বাংলাদেশের বিরুদ্ধে ডাচদের একাদশ —
Two changes in the XI as we bat first against Bangladesh at the Eden Gardens. #NedvBan #CWC23 pic.twitter.com/Lnzt36OkWf
— Cricket🏏Netherlands (@KNCBcricket) October 28, 2023
ডাচদের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ —
ICC Men’s Cricket World Cup 2023
Bangladesh 🆚 Netherlands 🏏Bangladesh Playing XI 🫶 🇧🇩
Photo Credit: ICC/Getty#BCB | #NEDvBAN | #CWC23 pic.twitter.com/uO5hZFOXFe
— Bangladesh Cricket (@BCBtigers) October 28, 2023
বিশ্বকাপে ১০০তম ম্যাচ খেলা প্রথম দল হল অস্ট্রেলিয়া। পাঁচ বারের চ্যাম্পিয়ন অজিরা। এ বারের বিশ্বকাপেও রয়েছে দুরন্ত ছন্দে।
Champions in 1987 WC.
Champions in 1999 WC.
Champions in 2003 WC.
Champions in 2007 WC.
Champions in 2015 WC.Today – Australia becomes the first team to play 100 matches in World Cup history. pic.twitter.com/3n0ssUPB13
— Johns. (@CricCrazyJohns) October 28, 2023
আজ ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দুই দলের সমর্থকদের ক্রিকেটের নন্দনকাননের সামনে দেখা গেল এক ফ্রেমে।
ধরমশালায় হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন ম্য়াক্সি। জিমি নিশাম তুলে নিলেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। ২৪ বলে ৪১ রান করে মাঠ ছাড়লেন ম্যাক্সি।
ইডেন গার্ডেন্সে টস জিতলেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন স্কট।
৪১.২ ওভারে অস্ট্রেলিয়ার দলগত ৩০০ রান পূর্ণ হল। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশ।
অজিদের একের পর এক ধাক্কা দিয়ে চলেছেন গ্লেন ফিলিপস। ১৭ বলে ১৮ রান করে মাঠ ছাড়লেন স্টিভ স্মিথ।
শতরানের পর ট্রাভিস হেড ফিরলেন প্যাভিলিয়নে। হেডকে ফেরালেন গ্লেন ফিলিপস। ৬৭ বলে দুরন্ত ১০৯ রান করে মাঠ ছাড়লেন হেড।
বিশ্বকাপ ডেবিউয়ে ট্রাভিস হেডের সেঞ্চুরি। ৫৯ বলে দুরন্ত সেঞ্চুরি উপহার দিলেন ট্রাভিস হেড।
গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু দিলেন। দুরন্ত ছন্দে থাকা ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিলেন ফিলিপস। ওয়ার্নার ফিরলেন ৬৫ বলে ৮১ রানে।
১ মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অজি তারকা ট্রাভিস হেড। চোট সারিয়ে মাঠে ফিরেই দুরন্ত হাফসেঞ্চুরি করলেন ট্রাভিস হেড।
অর্ধ শতরান করলেন ডেভিড ওয়ার্নার। ৩০ বলে হাফ সেঞ্চুরি এল তাঁর ব্য়াটে।
টপ অর্ডারে পরিবর্তন অস্ট্রলিয়ার। ওপেনংয়ে ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার।
টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠালেন কিউয়ি অধিনায়ক টম ল্য়াথাম।
বিস্তারিত পড়ুন: অতীতের বদলা নিতে অজিদের বিরুদ্ধে নিউজিল্যান্ড, কে হাসবে শেষ হাসি?