বেঙ্গালুরু:গ্রুপ পর্বেই জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। একটা করে ম্যাচ পার হচ্ছে আর তৈরি হচ্ছে নতুন সমীকরণ। ঘটছে অঘটনও। এ বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া (Australia) ও পাকিস্তান (Pakistan)। এখনও পর্যন্ত ৩ ম্যাচে অংশ নিয়েছে দুই দল। ৩ ম্য়াচের মধ্য়ে ২টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাবর আজমের পাকিস্তান। অন্যদিকে ৩ ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচে অজিদের কাছে সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর। আগের ম্যাচে ভারতের কাছে লজ্জার হার হজম করে উঠতে পারেনি পাকিস্তান। প্যাট কামিন্সদের হারাতে পারলে হয়তো একটু স্বস্তি ফিরবে পাকিস্তান শিবিরে। সেই সঙ্গেই পয়েন্ট টেবিলে ভারতের সঙ্গে ব্যবধানটাও কমতে পারে। এক কথায় অস্ট্রেলিয়া-পাকিস্তান টিকে থাকার লড়াইটা হাড্ডাহাড্ডি হবে তা আগে থেকেই আঁচ করা যাচ্ছে। কবে, কখন, কোথায় দেখবেন এই ম্যাচটি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটি কবে হবে?
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটি হবে ২০ অক্টোবর, শুক্রবার।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটি কখন হবে?
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটির টস কখন হবে?
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটির টস হবে ঠিক দুপুর ১.৩০ টায়।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় হবে?
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটি বেঙ্গালুরুর এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় দেখতে পাবেন?
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ রয়েছে ডিজনি প্লাস হটস্টার অ্য়াপ্লিকেশনে। পাশাপাশি এই ম্য়াচের প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।