লখনউ: বিশ্বকাপ (ICC World Cup 2023) সফরে পরপর ধাক্কা। একই বিন্দুতে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। নিজেদের প্রথম দু-ম্যাচেই হেরেছে তারা। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ হারের হ্যাটট্রিক আটকানোর লড়াই দু-দলের। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দাপট অবশ্য এ বার দেখা যাচ্ছে না। পরপর দু-ম্যাচে হেরে প্রবল চাপে অজিরা। ওডিআই বিশ্বকাপে এখনও অনেকটা পথ বাকি। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের মতে বাকি থাকা সব ম্যাচই তাঁর দলের কাছে কার্যত ফাইনাল। অন্যদিকে শ্রীলঙ্কা শিবিরে হঠাৎ চাপ তৈরি হয়েছে অধিনায়ক দাসুন শানাকা থাই মাসেলের চোটে ছিটকে যাওয়ায়। তাঁর জায়গায় সম্ভবত ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যেতে পারে কুশল মেন্ডিসকে। সপ্তাহের প্রথম দিনের এই ম্যাচের আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন AUS vs SL ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে মাইলস্টোনের সামনে রয়েছেন।
সপ্তাহের শুরুতে ওডিআই বিশ্বকাপের ম্যাচে যে মাইলস্টোনের সামনে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা —
১. স্টিভ স্মিথ – অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ আর একটি ছয় মারলেও ৫০ ওভারের ক্রিকেটে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করবেন।
২. ডেভিড ওয়ার্নার – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ২ হাজার চারের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৯টি চার দূরে রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর ঝুলিতে বর্তমানে রয়েছে ১৯৯১টি চার।
৩. কুশল পেরেরা – তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৬৮ রান দূরে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা। এ ছাড়া ওডিআইতে ক্যাচের হাফসেঞ্চুরি করতে চাইলে কুশল পেরেরাকে নিতে হবে আর ২টি ক্যাচ।
৪. মহেশ থিকশানা – ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি পূরণ করার জন্য শ্রীলঙ্কান বোলার মহেশ থিকশানার প্রয়োজন আর ৫টি উইকেট।
৫. কাসুন রজিথা – আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হওয়া থেকে ২টি উইকেট দূরে রয়েছেন কাসুন রজিথা।
৬. দিমুথ করুণারত্নে – আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করা থেকে ৬৮ রান দূরে রয়েছেন লঙ্কান ক্রিকেটার দিমুথ করুণারত্নে।