ICC World Cup: শুরুতেই ধাক্কা! তারকা ক্রিকেটারকে নিয়ে ধোঁয়াশা অজি শিবিরে
Cricket World Cup 2023, Marcus Stoinis:মার্কাস স্টইনিস খেলতে না পারলে নিঃসন্দেহে অজি শিবিরে বড় ধাক্কা লাগবে। বোলিংয়ে যেমন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শক্তি, তেমনই ব্যাটিংয়েও। তাঁর মতো অলরাউন্ডার যে কোনও দলেরই বড় সম্পদ। তবে চোট যাতে না বাড়ে, বিশ্রামও দেওয়া হতে পারে মার্কাস স্টইনিসকে। ভারতের বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া।
চেন্নাই: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে একটি পরিবর্তন করা হয়েছিল। চোট থাকা বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডারের জায়গা নেওয়া হয় মার্নাস লাবুশেনকে। স্কোয়াডে থাকা আর এক ক্রিকেটার ট্রাভিস হেডেরও চোট রয়েছে। তাঁকে প্রথম দিকে পাওয়া কঠিন। ৮ অক্টোবর ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। তার আগে অজি শিবিরে আরও এক ধাক্কা! শিবিরের খবর তেমনই। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে পেস বোলিং অলরাউন্ডারকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আজ শুরু হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচও খেলেছে টিমগুলি। ভারতের দুটি ওয়ার্ম আপ ম্যাচই ভেস্তে গিয়েছে। তার আগে অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ভারত। মোহালিতে প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন মার্কাস স্টইনিস। সে কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে ধোঁয়াশা। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোত অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
বৃহস্পতিবার সাংবাদিকদের ম্যাকডোনাল্ড বলেন, ‘মোহালি ম্যাচে স্টইনিসের টান ধরে। পরীক্ষা করা হয়। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যদিও সেটা খুব গুরুতর নয়। রিহ্যাব চলছে। প্রথম ম্যাচে ওকে পাওয়া যাবে কিনা, নিশ্চিত নয়। তবে ও প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, সেটাও এখনই বলা যাচ্ছে না।’
মার্কাস স্টইনিস খেলতে না পারলে নিঃসন্দেহে অজি শিবিরে বড় ধাক্কা লাগবে। বোলিংয়ে যেমন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শক্তি, তেমনই ব্যাটিংয়েও। তাঁর মতো অলরাউন্ডার যে কোনও দলেরই বড় সম্পদ। তবে চোট যাতে না বাড়ে, বিশ্রামও দেওয়া হতে পারে মার্কাস স্টইনিসকে। ভারতের বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ অভিযানে শুরুটা ভালো করাই লক্ষ্য অজিদের।