PAK vs AUS: আজহার, ইমামের জোড়া সেঞ্চুরিতে কামিন্সদের চাপ বাড়াল পাকিস্তান
দুই ক্রিকেটারের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম টেস্টের দ্বিতীয় দিনই পাকিস্তান যেমন চালকের আসনে পৌঁছে গেল, তেমনই ওয়ার্নার-খোয়াজাদের চাপ আরও বাড়ল।
রাওয়ালপিন্ডি: দেশের মাটিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দাপট দেখাচ্ছে বাবর আজমের পাকিস্তান (Pakistan)। প্রথম টেস্টের (Test) দ্বিতীয় দিন দুই পাক ক্রিকেটারের সুবাদে অ্যাডভান্টেজে পাকিস্তান। প্রথম দিন ১ উইকেট হারিয়ে ২৪৫ রান করে থেমেছিলেন ইমাম উল হকরা (Imam Ul Haq)। দ্বিতীয় দিন ৪ উইকেটের বিনিময়ে ১৬২ ওভারে ৪৭৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন পাক অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় দিন রাওয়ালপিন্ডিতে ব্যাটিং শুরু করে কোনও উইকেট না হারিয়ে ১ ওভার খেলে ৫ রান তুলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা।
Beautifully done by @AzharAli_ ?? #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/F7q0Gwb0v0
— Pakistan Cricket (@TheRealPCB) March 5, 2022
দেশের হয়ে ৯১টি টেস্টে খেলা আজহার আলির ব্যাট যে কতটা চওড়া তা আরও একবার প্রমাণিত হল। হাতে উইকেট থাকা সত্ত্বেও পাক ক্রিকেটাররা নিজেদের টেকনিক নিয়ে যথেষ্ট সতর্ক ছিলেন। আর তারই ফল পেলেন আজহার আলি ও ইমাম উল হকরা। এই দুই ক্রিকেটারের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম টেস্টের দ্বিতীয় দিনই পাকিস্তান যেমন চালকের আসনে পৌঁছে গেল, তেমনই ওয়ার্নার-খোয়াজাদের চাপ আরও বাড়ল।
David Warner and Usman Khawaja contend with just one over as bad light forces early stumps on day two.
Watch the rest of the first #PAKvAUS Test LIVE and for FREE on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | https://t.co/oblLRqBJFc pic.twitter.com/MmBqkwZmXC
— ICC (@ICC) March 5, 2022
২৬ বছর বয়সী পাক ওপেনার ইমাম উল হকের ব্যাট থেকে এল ১৫৭ রানের দুরন্ত ইনিংস। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ২টি ছয় দিয়ে। এবং পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আজহার আলি খেলে গেলেন ১৮৫ রানের ঝকঝকে ইনিংস। সেখানে ছিল ১৫টি চার ও ৩টি ছয়। ইমাম-আজহারের ব্যাট থেকে চার-ছক্কার ফুলঝুরি দেখতে থাকলেন কামিন্স-স্টার্করা। ব্যাক্তিগত ১৫৭ রানে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট হয়ে মাঠ ছাড়েন ইমাম। অন্যদিকে একটুর জন্য ডাবল সেঞ্চুরিটা মাঠে ফেলে গেলেন আজহার। ১৮৫ রানের মাথায় মার্নাস লাবুশানের বলে আউট হলেন তিনি। পাক অধিনায়ক বাবর আজম শুরুটা ভালোই করেছিলেন। তবে ৩৬ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে পাকিস্তান। চার উইকেটে ৪৭৬ রান ওঠার পর প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন পাক অধিনায়ক।
বাবর আজমদের বিরুদ্ধে অজি অধিনায়ক প্যাট কামিন্সসহ মোট ৮ জন বল করেন। তার মধ্যে অধিনায়ক কামিন্স ২৮ ওভার বল করে ৫টি মেডেনসহ ৬২ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। ১২ ওভার বল করে ৫৩ রান খরচ করে ১টি উইকেট জোগাড় করেছেন মার্নাস লাবুশেন। এবং ৫২ ওভার (পাকিস্তানের প্রথম ইনিংসে সবথেকে বেশি ওভার বল করেছেন) বল করে ৫টি মেডেনসহ ১৬১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন নাথান লিঁয়।
আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালিতে দ্বিতীয় দিনই চালকের আসনে ভারত