BCB President: ভারতের বিরুদ্ধে ‘কচ্ছপ’ ইনিংস, বাংলাদেশের নতুন বোর্ড সভাপতির কেরিয়ার কেমন?

Rajib Khan | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 21, 2024 | 7:07 PM

Bangladesh Cricket Board: এর আগেও বোর্ডের পদে ছিলেন ফারুক আহমেদ। দেশের প্রাক্তন ক্রিকেটার। তেমনই বোর্ডের পদে থাকাকালীন নতুন প্লেয়ার তুলে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফারুক আহমেদ। তাঁর ক্রিকেট কেরিয়ার কেমন ছিল? ক্রিকেট প্রশাসক হিসেবেই বা কী অবদান রয়েছে!

BCB President: ভারতের বিরুদ্ধে কচ্ছপ ইনিংস, বাংলাদেশের নতুন বোর্ড সভাপতির কেরিয়ার কেমন?
Image Credit source: BCB Screenshot

Follow Us

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পালা বদল হবে, এই সম্ভাবনা বহু আগেই তৈরি হয়েছিল। প্রত্যাশিত ভাবে সেটাই হয়েছে। নাজমুল হাসান পাপন এখন অতীত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এর আগেও বোর্ডের পদে ছিলেন ফারুক আহমেদ। দেশের প্রাক্তন ক্রিকেটার। তেমনই বোর্ডের পদে থাকাকালীন নতুন প্লেয়ার তুলে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফারুক আহমেদ। তাঁর ক্রিকেট কেরিয়ার কেমন ছিল? ক্রিকেট প্রশাসক হিসেবেই বা কী অবদান রয়েছে!

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার ছিলেন ফারুক আহমেদ। কেরিয়ার অবশ্য দীর্ঘ হয়নি। মাত্র ৭টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। প্রথম শ্রেনির ক্রিকেটে খেলেছেন ৫টি ম্যাচ। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে খেলেছেন ২১ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ৭টি ওয়ান ডে-তে তাঁর রান ১০৫। একটি মাত্রই হাফসেঞ্চুরি। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে ১টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয় ১৯৮৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক। শেষ ম্যাচ খেলেন ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এগারো বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র ৭টি ওয়ান ডে!

কেরিয়ারের সেরা ইনিংস ভারতের বিরুদ্ধেই। ১৯৯০ সালে ভারতের বিরুদ্ধে চণ্ডীগড়ে কেরিয়ারের একমাত্র হাফসেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। যদিও দল জেতেনি। ১২৬ বলে ৫৭ রান করেছিলেন বাংলাদেশের এই প্রাক্তন ক্রিকেটার।

খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গে দীর্ঘসময় যুক্ত ফারুক আহমেদ। ২০০৩-২০০৭ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন। তাঁর সময়েরই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ, তামিম ইকবালের মতো ক্রিকেটারদের উত্থান। বাংলাদেশ পেস বোলিংয়ের অন্যতম সেরা ভরসা মুস্তাফিজুর রহমানের উঠে আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফারুক আহমেদের। ক্রিকেটার হিসেবে ব্যর্থ হলেও প্রশাসক হিসেবে নতুন ইনিংসে তাঁর পথ চলা কতটা সাফল্যে ভরা থাকবে, সে দিকেই নজর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।

Next Article