কলকাতা: আফগান ক্রিকেট টিমে যাকে নিয়ে বছর ভর আলোচনা হয়, তিনি রশিদ খান (Rashid Khan)। সে দেশের ঘরোয়া টুর্নামেন্টে এ বার ছক্কার ফুলঝুরি ফোটালেন আফগান তারকা। শপগীজা ক্রিকেট লিগে (Shpageeza Cricket League) সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন রশিদ। রেকর্ডের দিন অবশ্য তাঁর টিম জিততে পারেনি। কিন্তু রশিদের ছক্কা মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কয়েকদিন আগে দ্য হান্ড্রেডে রশিদ খানকে অ্যাকশনে দেখা গিয়েছিল। এখন তিনি খেলছেন আফগানদের ঘরোয়া টুর্নামেন্ট শপগীজা ক্রিকেট লিগে। আফগানিস্তানের তারকা ক্রিকেটার বছর ভর প্রচুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন। এ বার স্পিন ঘর টাইগার্স টিমের হয়ে ২৬ বলে ৫৩ রানের ইনিংস উপহার দেন ক্যাপ্টেন রশিদ।
কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে আমো শার্কসের বিরুদ্ধে ম্যাচ ছিল রশিদের দলের। বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ২৬ রানে ম্যাচ হারে স্পিন ঘর টাইগার্স। রশিদের দল হারলেও তাঁর বেশ কয়েকটি ছয় নিয়ে আলোচনা চলছে। যেখানে রয়েছে নো-লুক ছয়, হেলিকপ্টার ছয়। রশিদ স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে বল পাঠিয়েছিলেন। তাঁকে ব্যাটিং উপভোগ করতেও দেখা গিয়েছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও রশিদের আগুনে ছক্কা-শো-এর ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
.@RashidKhan_19 brought the heat and pure entertainment this afternoon to leave everyone thrilled! 🔥#SCL9 | #SCL2024 | #Shpageeza | #SGTvAS pic.twitter.com/pDNRU2n3DG
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 20, 2024
১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ রানে টাইগার্সের অর্ধেক টিম প্যাভিলিয়নে ফেরে। ২.৪ ওভারে টিমের এই অবস্থা হওয়ার পর রশিদ হাল ধরেন। ইকরাম আলী খিলের সঙ্গে ৭৩ রানের পার্টনারশিপ গড়েন রশিদ। দ্রুত গতিতে রান তুলছিলেন রশিদ। এরপর নবম ওভারে মহম্মদ গুল ফেরান তাঁকে। এরপর বৃষ্টির কারণে টাইগার্সের টার্গেট কমে দাঁড়ায় ১৩৯ রান। কিন্তু রশিদের টিম ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। যার ফলে ২৬ রানে ম্যাচ হারে রশিদের দল।