ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট চলছে কানপুরে। মন্দ আলোয় বিকেল ৩টের মধ্যেই প্রথম দিনের খেলা শেষ করাতে হয়। এর মধ্যেই কানপুরের গ্রিন পার্কে বিরাট অভিযোগ। ছড়াল নানা গুজব। পুলিশ সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে। কানপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হলেও নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল হকের পার্টনারশিপ বাংলাদেশকে ভরসা দিয়েছে। কিন্তু ম্যাচের মাঝে গ্যালারির ঘটনায় অস্বস্তি এবং নানা গুজব ছড়ায়। বাংলাদেশের এক সমর্থক, যিনি বাঘের পোশাক পরে থাকেন, তাঁকে ঘিরেই এই ঘটনা।
ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কানপুরের গ্যালারিতে থাকা বাংলাদেশের ফ্যান রবি। তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়াতে থাকে। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পিটিআইয়ের একটি ভিডিয়োতে দেখা যায়, তিনি ইঙ্গিত করছেন, কেউ তাঁকে পিছন থেকে মেরেছেন। পুলিশের সাহায্যে স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে এক জায়গায় বসান। সেখানেই তিনি ইশারা করেছেন, তাঁকে মারা হয়েছে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও কানপুর পুলিশের তরফে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে। ডিহাইড্রেশনের কারণে হঠাৎ অসুস্থ অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশকে বয়ানেও অন্য কথা বলেছেন বাংলাদেশের সেই সমর্থক। কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে বলেন, ‘বাংলাদেশের এক সমর্থক তাঁর নাম টাইগার, হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। দ্রুতই পুলিশ কর্মীরা তাঁকে মেডিক্যাল টিমের কাছে নিয়ে যায়। ও এখন সুস্থ রয়েছে। একজন লিয়াজো আধিকারিকও রয়েছে ওঁর সঙ্গে। মাঝে অভিযোগ উঠেছিল, ওকে মারধর করা হয়েছে, যদিও সবটাই ভিত্তিহীন। ওঁর সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি। ও হয়তো পড়ে গিয়েছিল। সেটাই আমরা জানতে পেরেছি।’
বাংলাদেশ সমর্থক রবি একটি সংক্ষিপ্ত ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, পুলিশই আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি অনেকটাই সুস্থ। আমার নাম রবি, বাংলাদেশ থেকে এসেছি।’