কলকাতা: আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। ১৭তম আইপিএলে চ্যাম্পিয়নের খেতাব জিতেছে কেকেআর (KKR)। গৌতম গম্ভীর শেষ বার আইপিএলে (IPL) নাইটদের মেন্টর হয়েছিলেন। তাঁর ছোঁয়ায় খোলনলচে বদলে গিয়েছিল কেকেআরের। তাঁর মগজাস্ত্র ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের সকল পরিকল্পনা সফল হয়। যার ফলে নাইট শিবিরে আসে তৃতীয় আইপিএল খেতাব। গম্ভীর অবশ্য কেকেআরকে আলবিদা জানিয়েছেন। টি-২০ বিশ্বকাপের পর তিনি ভারতের হেড কোচ হয়েছেন। এতদিন কেকেআর তাঁর ফেলে আসা মেন্টরের সিট খালি ছিল। আজ, শুক্রবার সেই আসন সম্মানের সঙ্গে তুলে দেওয়া হয়েছে ডোয়ন ব্র্যাভোর হাতে। এ বার কেকেআরের অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তা হলে রিঙ্কু সিংদের নতুন ব্যাটিং কোচ হবেন কে?
আসলে গৌতম কেকেআরের মেন্টর থাকাকালীন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পাশাপাশি দলের ক্রিকেটারদের ব্যাটিং টিপস দিতেন। গম্ভীর মেন্টর হিসেবে নাইট শিবিরে থাকলেও, তাঁর কাছ থেকে ব্যাটিং সংক্রান্ত নানা পরামর্শ পেয়ে যেতেন সকলে। ডোয়েন ব্র্যাভো অলরাউন্ডার। ফলে পেসারদের জন্য তিনি আসায় খুব ভালো হয়েছে। কিন্তু ব্যাটিংয়ে তাঁকে স্পেশালিস্ট বলা যায় না। তা হলে নাইটদের ব্যাটিং কোচের দায়িত্বে দেখা যাবে কাকে?
গৌতম কেকেআর ছেড়ে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর সেখানে গিয়েছেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেও। অভিষেক কেকেআরের সহকারী কোচ ছিলেন। একইসঙ্গে সকল ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন করাতেন। কিন্তু তিনি এখন জাতীয় দলে গম্ভীরের ডেপুটি। ফলে কেকেআর এখন আর গৌতম ও অভিষেকের থেকে ব্যাটিংয়ে সাহায্য পাবে না। যে কারণে নাইটদের প্রয়োজন হয়ে পড়েছে এক স্পেশালিস্ট ব্যাটিং কোচের।
প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত কোচ পণ্ডিত। কিন্তু টি-২০-তে তিনি আবার ব্যাকফুটে। টি-২০-তে আলাদা আগ্রাসন লাগে। ফলে সেখানে ব্যাটিং কোচের গুরুত্বও আলাদা। তা হলে কেকেআরের নতুন ব্যাটিং কোচ হবেন কে? তালিকায় সঞ্জয় বাঙ্গারের নাম শীর্ষে বলা যায়। সম্প্রতি পঞ্জাব কিংসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে চাকরি গিয়েছে সঞ্জয় বাঙ্গারের। ফলে তাঁকে দলে নিতে আসরে নামতে পারে কেকেআর। তাঁর আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি আরসিবি টিমের সঙ্গেও যুক্ত ছিলেন। ভারতীয় কোচ নিতে চাইলে সঞ্জয়ই হতে পারে কেকেআরের প্রথম চয়েস। আর যদি বিদেশি কোচের কথা ভাবে নাইট শিবির, তা হলে উঠছে ইওন মর্গ্যানের নাম। কেকেআরের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান কখনও ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করাননি। কিন্তু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর জানিয়েছিলেন, সুযোগ পেলে ভবিষ্যতে কোচিং করাতে চান। ফলে নাইট প্রাক্তনীকে এ বার দেখা যেতে পারে রিঙ্কু সিংদের কোচের ভূমিকায়।