পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এরপর ভারতে আসবে বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসান কি আসবেন? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে সরকার বদল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পালাবদলের পর। জাতীয় দলে সাকিব আল হাসানের জায়গা পাওয়া নিয়েই আশঙ্কা ছিল। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতা, কয়েক সপ্তাহ আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এরপরই বোর্ডের থেকে ছুটি নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন সাকিব। আমেরিকায় মেজর লিগ ক্রিকেটের পর কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। জাতীয় দলে সুযোগের পর পাকিস্তানে টিমের সঙ্গে যোগ দেন সাকিব। তবে জাতীয় দলে জায়গা টিকিয়ে রাখতে পারবেন কিনা, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্তায়।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরই সাকিবকে নিয়েও সেখানে ক্ষোভ তৈরি হয়। তার বহিঃপ্রকাশ দেখা যায় কানাডা টি-টোয়েন্টি লিগে। বাংলাদেশের সমর্থকরা অকথ্য ভাষায় অপমান করেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানকে। দেশে ফিরলে সাকিবকে নিয়ে যে সমস্যা বাড়বে এ বিষয়ে সন্দেহ নেই। তার উপর নতুন অস্বস্তিতে সাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। অনেকের পাশাপাশি এফআইআরের তালিকায় রয়েছে বাংলাদেশের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের নামও। খুনে অভিযুক্ত ক্রিকেটারকে কি জাতীয় দলে রাখা হবে?
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট হচ্ছে রাওয়ালপিন্ডিতে। সাকিবের পারফরম্যান্সও হতাশাজনক। বল হাতে প্রথম ইনিংসে ২৭ ওভারে ১০০ রান দিয়ে মাত্র ১ উইকেট। ব্যাট হাতে প্রথম ইনিংসে তাঁর অবদান ১৫ রান। দ্বিতীয় ইনিংসে পারফরম্যান্সে উন্নতি না হলে! তার উপর তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ পরিষ্কার বার্তা দিয়েছেন, রাওয়ালপিন্ডি টেস্টের পরই সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
সাকিব আল হাসানের বিরুদ্ধে এফআইআরের পরই সুপ্রিম কোর্টের আইনজীবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক ই-মেল করেছেন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধির দাবি অনুযায়ী, সেই ই-মেল তাদের কাছে রয়েছে। যেখানে উল্লেখ রয়েছে, খুনে অভিযুক্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে সরিয়ে দিতে হবে। সাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠায়, আইসিসির নিয়ম অনুযায়ী তাঁকে টিমে রাখা যায় না। সুপ্রিম কোর্টের সেই নোটিসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও বলা হয়েছে, তদন্তের স্বার্থে সাকিবকে যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বোর্ড মেম্বারদের সঙ্গে মিটিংয়ের পর এ প্রসঙ্গে বলেছেন, ‘সাকিবের প্রসঙ্গে বলতে চাই, আমরা এখনও কোনও লিগ্যাল নোটিস পাইনি। সাকিবের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তও হবে। বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট খেলছে। চার দিনের খেলা শেষ। এই মুহূর্তে আমরা কোনও পদক্ষেপের কথা ভাবিনি। রাওয়ালপিন্ডি টেস্টের পরই আমরা ফের আলোচনায় বসব এবং সিদ্ধান্ত নেব। হয়তো তার মধ্যে আমাদের হাতে লিগ্যাল নোটিসও থাকবে।’
পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ অগস্ট। মাঝে বেশ কয়েক দিনের গ্যাপ রয়েছে। এর মধ্যে সাকিবকে নিয়ে বড়রকমের সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিমের স্বার্থে যেটা ভালো হবে, এমন সিদ্ধান্তই নেবেন, পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।