IPL Auction 2022: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নিলামে ওঠা ক্রিকেটারদের তালিকা প্রকাশ বোর্ডের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 31, 2021 | 7:00 PM

নিলামে থাকা ক্রিকেটারদের তালিকা চেয়ে ইতিমধ্যেই সমস্ত রাজ্য সংস্থা এবং আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলির কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের আশা এক হাজার ক্রিকেটারের নামের তালিকা জমা পড়তে পারে তাদের কাছে। সেখান থেকে ২৫০ ক্রিকেটারের নাম তোলা হবে নিলামে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলামে সেই ২৫০ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।

IPL Auction 2022: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নিলামে ওঠা ক্রিকেটারদের তালিকা প্রকাশ বোর্ডের
আইপিএল। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই আইপিএল (IPL) মেগা নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে বোর্ড (BCCI)। সূত্রের খবর অনুযায়ী, ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম (Auction) অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। তার কয়েকদিন আগে নিলামে তালিকাভুক্ত ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হবে।

 

নিলামে থাকা ক্রিকেটারদের তালিকা চেয়ে ইতিমধ্যেই সমস্ত রাজ্য সংস্থা এবং আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলির কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের আশা এক হাজার ক্রিকেটারের নামের তালিকা জমা পড়তে পারে তাদের কাছে। সেখান থেকে ২৫০ ক্রিকেটারের নাম তোলা হবে নিলামে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলামে সেই ২৫০ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।

 

এ বছর থেকে আইপিএলে বাড়ছে দলসংখ্যা। আমদাবাদ ও লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে মোট ১০ দলের আইপিএল হবে এ বার থেকে। স্বভাবতই আকর্ষণ অনেকটা বাড়ছে। আগের ৮ দল ইতিমধ্যেই রিটেনড ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে। সেই তালিকা প্রকাশও করেছে বোর্ড। তবে নতুন ২ ফ্র্যাঞ্চাইজি এখনও তাদের তালিকা বোর্ডকে দেয়নি।

 

আরও পড়ুন: Brett Lee: বিধ্বংসী ইয়র্কারে ছেলেকে ক্লিন বোল্ড ব্রেট লি-র

Next Article