ICC Awards: আইসিসির বর্ষসেরার দৌড়ে থাকা ক্রিকেটারদের দিকে এক নজর

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 31, 2021 | 9:00 PM

ICC Awards: ক্রিকেট ভক্তদের ভোট ও জুরির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তৈরি হবে বর্ষসেরা ক্রিকেটারের তালিকা। মহিলা বিভাগের বিজয়ীদের নাম জানা যাবে ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি প্রকাশ করা হবে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের নাম।

ICC Awards: আইসিসির বর্ষসেরার দৌড়ে থাকা ক্রিকেটারদের দিকে এক নজর
জানুয়ারির শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বর্ষসেরাদের নাম। Pics Courtesy: Twitter

Follow Us

দুবাই: করোনার প্রভাব কাটিয়ে ২০২১ সালে আবার ক্রিকেট ফিরেছে ২২ গজে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে অ্যাসেজ, বাইল্যাটরাল সিরিজ সবই হয়েছে ২০২১ সালে। বছরের শেষ দিন আইসিসি (ICC) প্রকাশ করল বর্ষসেরা ক্রিকেটারদের (Cricketer of the year) মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা। টেস্ট ক্রিকেটে দারুণ একটা বছর কাটালেও ভারতীয়দের দাপট কম বর্ষসেরার দৌড়ে। মেয়েদের ক্রিকেটে ভারতের (India) ব্যাটন স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) হাতে। পুরুষ বিভাগে ভারতের আশা রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিভাগে সেরার দৌড়ে আছেন কোন কোন ক্রিকেটার।

স্যার গ্যারি সোবার্স ট্রফি (বর্ষসেরা ক্রিকেটার, পুরুষ)
শাহিন আফ্রিদি
জো রুট
মহম্মদ রিজওয়ান
কেন উইলিয়ামসন

রিচেল ফ্লিন্ট ট্রফি (বর্ষসেরা ক্রিকেটার, মহিলা)
ট্যামি বেমউন্ট
লিজেলি লি
স্মৃতি মন্ধানা
গ্যাবি লুইস

টেস্ট ক্রিকেটের অব দ্য ইয়ার (পুরুষ)
জো রুট
কাইল জেমিসন
দিমুথ করুনারত্ন
রবিচন্দ্রন অশ্বিন

ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার (পুরুষ)
শাকিব আল হাসান
বাবর আজম
জেনম্যান মালান
পল স্ট্রিলিং

ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার (মহিলা)
ট্যামি বেমউন্ট
লিজেলি লি
হায়লি ম্যাথিউস
ফতিমা সানা

টি-২০ ক্রিকেটার অব দ্য ইয়ার (পুরুষ)
জস বাটলার
ওয়ানিন্দু হাসারাঙ্গা
মিচেল মার্শ
মহম্মদ রিজওয়ান

টি-২০ ক্রিকেটার অব দ্য ইয়ার (মহিলা)
ট্যামি বেমউন্ট
গ্যাবি লুইস
স্মৃতি মন্ধানা
ন্যাট সিভার

এই পুরস্কার গুলির পাশাপাশি উদিয়মান পুরুষ ও মহিলা ক্রিকেটার, সেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার (পুরুষ ও মহিলা), স্পিরিট অব ক্রিকেট ও বর্ষসেরা আম্পায়ারকেও পুরস্কার দেওয়া হবে। প্রকাশ করা হবে বর্ষসেরা দলের তালিকাও। জানুয়ারির ৫ তারিখ থেকে ক্রিকেট ভক্তরা ভোট দিতে পারবেন নিজের পছন্দের ক্রিকেটারকে। তাঁদের ভোট ও জুরির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তৈরি হবে বর্ষসেরা ক্রিকেটারের তালিকা। মহিলা বিভাগের বিজেতাদের নাম জানা যাবে ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি প্রকাশ করা হবে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের নাম।

 

আরও পড়ুন: World Test XI: ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে চার ভারতীয় ক্রিকেটার

Next Article