India Tour Of South Africa: একদিনের সিরিজে নেই আনফিট রোহিত, নেতা রাহুল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 31, 2021 | 8:59 PM

একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকে। রবীন্দ্র জাডেজা আর অক্ষর প্যাটেল এখনও ফিট না হওয়ায় তাঁদেরও বিশ্রাম দেওয়া হয়েছে। শাহরুখ খান, রবি বিষ্ণোই, ঋষি ধাওয়ান, হর্ষল প্যাটেলদের নিয়েও আলোচনা হয়েছে নির্বাচকদের মধ্যে। আগামী সিরিজগুলোয় তরুণদের সুযোগ দেবে নির্বাচক কমিটি।

India Tour Of South Africa: একদিনের সিরিজে নেই আনফিট রোহিত, নেতা রাহুল
রাহুল ও রোহিত। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা। এখনও পুরোপুরি চোট না সারায় একদিনের দলে বিশ্রাম দেওয়া হল অধিনায়ক রোহিত শর্মাকে। প্রোটিয়া সফরে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি। ১৮ জনের দলে আছেন নতুন মুখ ভেঙ্কটেশ আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়।

 

প্রোটিয়া সফরে একদিনের সিরিজে ভারতের ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। দলে ফিরলেন শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর। একনজরে দেখে নেওয়া যাক, প্রোটিয়া সফরে ভারতের ১৮ জনের দল-

লোকেশ রাহুল (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ।

 

 

 

একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকে। রবীন্দ্র জাডেজা আর অক্ষর প্যাটেল এখনও ফিট না হওয়ায় তাঁদেরও বিশ্রাম দেওয়া হয়েছে। শাহরুখ খান, রবি বিষ্ণোই, ঋষি ধাওয়ান, হর্ষল প্যাটেলদের নিয়েও আলোচনা হয়েছে নির্বাচকদের মধ্যে। আগামী সিরিজগুলোয় তরুণদের সুযোগ দেবে নির্বাচক কমিটি।

 

আরও পড়ুন: U19 Asia Cup: ৮ বার এশিয়া সেরা ভারতের যুব দল

Next Article