T20 World Cup: রোহিতদের ঝুলিতে ১২৫ কোটি, ধোনির টিমের উপর কত টাকার বৃষ্টি হয়েছিল?

Jul 04, 2024 | 1:17 AM

Team India: বার্বাডোজে প্রোটিয়াদের হারিয়ে ভারতীয় শিবিরে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিসিসিআইও এ বার ১২৫ কোটি টাকা দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন টিমকে। জানেন প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী টিমের সদস্যরা কত টাকা পেয়েছিলেন?

T20 World Cup: রোহিতদের ঝুলিতে ১২৫ কোটি, ধোনির টিমের উপর কত টাকার বৃষ্টি হয়েছিল?
রোহিতদের ঝুলিতে ১২৫ কোটি, ধোনির টিমের উপর কত টাকার বৃষ্টি হয়েছিল?

Follow Us

কলকাতা: দীর্ঘদিনের কোনও স্বপ্ন পূরণ হলে, খুশিতে মন নেচে ওঠে। দীর্ঘ ১৭ বছর ধরে ভারতের যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) খরা চলছিল, তা এ বার কেটেছে। দক্ষিণ আফ্রিকাকে বার্বাডোজে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত-হার্দিকরা। তাঁদের প্রথমত রেকর্ড আর্থিক পুরস্কার দিয়েছে আইসিসি। তার উপর বিসিসিআইও এ বার ১২৫ কোটি টাকা দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন টিমকে। জানেন প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী টিমের সদস্যরা কত টাকা পেয়েছিলেন?

টি-২০ ফর্ম্যাটে ১৭ বছর এবং সব মিলিয়ে মোট আইসিসি টুর্নামেন্টে ১১ বছর পর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। যে কারণে ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষরাও উচ্ছ্বাসে ভাসছেন। বলা হয় বিসিসিআই বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। এ বারও তা প্রমাণিত হল। কারণ, রোহিতদের ঝুলি আর্থিক পুরস্কারে ভরিয়েছে বোর্ড।

এ বার ফেরা যাক ২০০৭ টি-২০ বিশ্বকাপে। মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে প্রথম বার টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় ধোনিদের জন্য বোর্ড ৩ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দিয়েছিল। যা প্রায় ২৫ কোটির সমান। যুবরাজ সিং সে বারের বিশ্বকাপে ছয় বলে ৬টি ছয় মেরেছিলেন। তাই তাঁকে বোর্ডের তরফ থেকে ১ কোটি টাকা আলাদা পুরস্কার দেওয়া হয়েছিল। প্রত্যেক সাপোর্ট স্টাফরা ১৫ লক্ষ টাকা করে দিয়েছিল বিসিসিআই। সেই দিক থেকে দেখতে গেলে এখনকার বিশ্বজয়ী টিম, আগের থেকে পাঁচ গুন বেশি আর্থিক পুরস্কার পেয়েছে।

Next Article