BCCI: নিয়ন্ত্রণে করোনা, বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড

দেশে এখন খুব বেশি হলে এক হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন প্রতিদিন। যা অনেকটা স্বস্তি এনে দিয়েছে দেশে। সরকারও প্রায় সব ধরণের করোনা বিধি প্রত্যাহার করে নিয়েছে। এই অবস্থায় বড় সিন্ধান্ত নেওয়ার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।

BCCI: নিয়ন্ত্রণে করোনা, বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড
বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 6:00 PM

মুম্বই: গত কয়েক বছরে ভারত সহ গোটা বিশ্বের মানুষ মোবাইল, খবরের কাগজ বা টিভি চ্যানেলের পর্দায় একটা জিনিসের উত্তর খোঁজার চেষ্টা করছেন, কবে কমবে করোনা (Corona)? কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্ব? প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের নতুন করে সংক্রমিত হওয়ার খবর বা হাজার হাজার মানুষের মৃত্যুর খবর দেখতে হয়েছে। তবে করোনার থাবায় বিশ্বের গতি কিছুটা ধাক্কা খেলেও বন্ধ হয়ে যায়নি। গত দু’বছরের ধাক্কা সামলে আবার নিজের তালে দৌড়তে শুরু করেছে বিশ্ব। ভারতও (India) তার ব্যতিক্রম নয়। এখন রোজ সকালের করোনা রিপোর্ট বলে দিচ্ছে সুদিন অপেক্ষা করছে। ভারতে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। দেশে এখন খুব বেশি হলে এক হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন প্রতিদিন। যা অনেকটা স্বস্তি এনে দিয়েছে দেশে। সরকারও প্রায় সব ধরণের করোনা বিধি প্রত্যাহার করে নিয়েছে। এই অবস্থায় বড় সিন্ধান্ত নেওয়ার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে বড় সিদ্ধান্ত সময়ের অপেক্ষা।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এ বার বায়ো বাবল (Bio-Bubble) তুলে দেওযার কথা ভাবতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বায়ো বাবল নিয়ে সহ খেলোয়াড়রাই অতিষ্ঠ। কিন্তু করোনা পরিস্থিতেত বাবল ছাড়া উপায় ছিল না। খেলোয়াড়রার মানসিক ভাব দুর্বল হয়ে পরছিলেন। এক দেশ থেকে আর এক দেশ বা এক টুর্নামেন্ট থেকে আর এক টুর্নামেন্ট, বারবার বোয়ো বাবলের বাধা পেরিয়ে মাঠে নামতে হয়েছে খেলোয়াড়দের। বাবল ক্লান্তি কাটাতে একাধিক খেলোয়াড় অনেক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন। এ বার সেই বাবল থেকে মুক্ত হতে পারেন ভারতীয় ক্রিকেটাররা।

বোর্ডের অন্দরমহল থেকে যে খবর উঠে আসছে তাতে, ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা মূলক ভাবে বায়ো বাবল প্রত্যাহার করা হবে। যদি সমস্যা না হয় তাহলে, বিরাট-রোহিতদেরও বায়ো বাবল থেকে মুক্তি হতে পারে। বোর্ড সূত্রে খবর, আইপিএলের (IPL 2022) মাঝে মেয়েদের যে তিনটি প্রদর্শনী ম্যাচ হবে, সেখানেও বায়ো বাবল থেকে মুক্তি দেওয়া হতে পারে স্মৃতি মন্ধানাদের। এপ্রিলের ১৮ তারিখ থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৮ কোচবিহার ট্রফি। সেখানেও বায়ো বাবল থেকে মুক্তি দেওয়া হতে পারে ক্রিকেটারদের।

আরও পড়ুন : IPL 2022: নাইট তারকা ভেঙ্কির প্রেমের গুঞ্জন! জেনে নিন কে সেই সুন্দরী?