BCCI-IOA: অলিম্পিক সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ক্রিকেট বোর্ড

Jul 21, 2024 | 9:15 PM

Paris Olympics 2024: এ বারের অলিম্পিক প্যারিসে। ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিটরা পৌঁছতে শুরু করেছেন প্যারিসে। অলিম্পিকের আসরে এখনও অবধি ভারতের সেরা সাফল্য সাতটি পদক। গত অলিম্পিক অর্থাৎ টোকিওতে সাতটি পদক জিতেছিল ভারত। এ বার লক্ষ্য অন্তত ১০টি পদক। সেই প্রত্যাশায় ভারতীয় ক্রীড়া অনুরাগীরা।

BCCI-IOA: অলিম্পিক সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ক্রিকেট বোর্ড
Image Credit source: X

Follow Us

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা মিটেছে ভারতীয় ক্রিকেটে। দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আইসিসি ট্রফির হিসেব ধরলে ১১ বছরের অপেক্ষার অবসান হয়েছে। এর আগে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের উৎসব শেষে এ বার ভারতের সামনে শ্রীলঙ্কা সিরিজ। এই সিরিজ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব। ভারতীয় ক্রীড়া প্রেমীদের ক্রিকেটের বাইরেও সবচেয়ে বড় প্রত্যাশার ইভেন্ট রয়েছে। গ্রেটেস্ট শো অন আর্থ। অলিম্পিক। তাতে সামিল হল ভারতীয় ক্রিকেট বোর্ডও।

এ বারের অলিম্পিক প্যারিসে। ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিটরা পৌঁছতে শুরু করেছেন প্যারিসে। অলিম্পিকের আসরে এখনও অবধি ভারতের সেরা সাফল্য সাতটি পদক। গত অলিম্পিক অর্থাৎ টোকিওতে সাতটি পদক জিতেছিল ভারত। এ বার লক্ষ্য অন্তত ১০টি পদক। সেই প্রত্যাশায় ভারতীয় ক্রীড়া অনুরাগীরা। ভারতের অ্যাথলিটদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। বিসিসিআই সচিব ঘোষণা করেছেন, ভারতীয় অলিম্পিক সংস্থাকে সাড়ে ৮ কোটি টাকা দেওয়া হবে।

আগামী ২৬ জুলাই শুরু প্যারিস অলিম্পিক। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের পাশে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় অলিম্পিক সংস্থাকে আমরা ৮.৫ কোটি টাকা সহযোগিতা করছি। অলিম্পিকের জন্যই এই সহযোগিতা। প্যারিসে অংশগ্রহণকারী ভারতের সকলকে অনেক শুভেচ্ছা। দেশকে গর্বিত করবে ওরাও।’

প্যারিসে ভারতের বিশাল টিম যাচ্ছে। ১১৭ জন অ্যাথলিট প্যারিস অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করবেন। সঙ্গে থাকছেন ১৪০ জন সাপোর্ট স্টাফ। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার সদস্য হিসেবে অলিম্পিকে থাকছেন ২৫৭ জন।

Next Article