Ben Stokes : ব্যাটিং, বোলিং বা কিপিং না করেই টেস্ট জয়! অভিনব কীর্তি স্টোকসের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 05, 2023 | 1:38 AM

বেন স্টোকসের নেতৃত্বে একমাত্র টেস্ট ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের সঙ্গে স্টোকস টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক অভিনব কীর্তির মালিক হয়েছেন।

Ben Stokes : ব্যাটিং, বোলিং বা কিপিং না করেই টেস্ট জয়! অভিনব কীর্তি স্টোকসের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আয়ারল্যান্ডের (England vs Ireland) বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ইংল্যান্ড দলের আধিপত্য ছিল সম্পূর্ণ। ব্যাটার থেকে বোলারদের চমৎকার পারফরম্যান্সের দরুণ ইংলিশ দল আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে। বেন স্টোকসের নেতৃত্বে পুরো ফর্মে দেখা গিয়েছে ইংল্যান্ড টিমকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই বিশাল জয় ঐতিহাসিক হয়ে উঠেছে অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) কাছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতে ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্টোকস এক অভিনব কীর্তি স্থাপন করেছেন। আইরিশদের বিরুদ্ধে স্টোকস যে বোলিং করতে পারবেন না, তা নিয়ে সংশয় ছিলই। কিন্তু তিনি জানতেন না যে ব্যাটিং করার সুযোগ থাকবে না। এতেই স্টোকস এক অভিনব কীর্তির সামনে। কী সেই কীর্তি? বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

একমাত্র টেস্ট ম্যাচে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল চমৎকার। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ১৭২ রানে অলআউট করার পর ইংলিশ ব্যাটাররা স্কোর বোর্ডে ৪ উইকেট হারিয়ে ৫২৪ রান সংগ্রহ করে। অলি পোপের দুরন্ত ডবল সেঞ্চুরি হাঁকান। বেন ডাকেট ১৮২ রানের ইনিংস খেলেন। এর জবাবে আয়ারল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে ৩৬২ রান করে এবং ইংল্যান্ডের সামনে জয়ের জন্য মাত্র ১১ রানের টার্গেট দেয়। মাত্র চার বলে এই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ইংল্যান্ড টিম!

আয়ারল্যান্ডকে একতরফা হারানোর পাশাপাশি ইতিহাসে ঢুকে পড়েছেন দলের ক্যাপ্টেন বেন স্টোকস। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্টোকস হলেন প্রথম অধিনায়ক যিনি ব্যাটিং, বোলিং বা কিপিং ছাড়াই জয়ের স্বাদ পেয়েছেন। স্টোকসের আগে কোনও অধিনায়কই এই কীর্তি অর্জন করতে পারেননি। ম্যাচে অলি পোপ প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন। ২০৮ বলে ২০৫ রান। ইংল্যান্ডের মাটিতে দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ডও পোপের দখলে। মাত্র ২০৭ বলে ডবল সেঞ্চুরি তাঁর। এই ইনিংস খেলে ইয়ান বোথামের বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন পোপ। ইংলিশ ব্যাটার হিসেবে তাঁর দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।

Next Article