লন্ডন : সুইংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা কারও অজানা নয়। ইংল্যান্ডের পিচে ভারতের টপ অর্ডার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন, বলাই যায়। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো বড় মঞ্চে টিকে থাকা এবং জিতে মাঠ ছাড়াটাই একমাত্র লক্ষ্য। এর জন্য ব্যাটিং বিভাগের ওপর যেন বাড়তি দায়িত্ব। রোহিত শর্মার কাছে এ বার আরও বেশি চ্যালেঞ্জিং। প্রথম বার বিদেশের মাটিতে টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। তেমনই ব্যাটিংয়ের দিক থেকেও পরীক্ষা। ওপেনিং করবেন তিনিই। ভারতীয় শিবিরে স্বস্তির বিষয়, উপমহাদেশের বাইরে রোহিতের একমাত্র টেস্ট সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডেই! শুধু তাই নয়, ২০২১ সালের ইংল্যান্ড সফরে ওভালেই সেঞ্চুরিটি করেছিলেন রোহিত। এ বারও ওভালেই নামছেন। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইসিসির অনুষ্ঠানে কী বললেন ভারত অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর যেন রোহিতের দাপট বেড়েছে বলা যায়। WTC-তে তাঁর ব্যাটিং গড় ৫০ এর বেশি! ইংল্যান্ডের পরিস্থিতিতেও রোহিতের রেকর্ড খুবই ভালো। ফাইনাল এবং ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতি প্রসঙ্গে ভারত অধিনায়ক বলছেন, ‘সার্বিক ভাবে বলা যায়, ইংল্যান্ডের পরিস্থিতি ব্যাটারদের কাছে চ্যালেঞ্জিং। সব কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রাখলে তবেই সাফল্য পাওয়া সম্ভব।’
ইংল্যান্ডে ২০২১ সালের সফরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা ফর্মে ছিলেন রোহিত। সেই অভিজ্ঞতা থেকে বলছেন, ‘সত্যি বলতে, ২০২১-এর ইংল্যান্ড সফরে একটা বিষয় উপলব্ধি করেছি, এখানে কোনও ব্যাটারই সেট নন। আবহাওয়ার পরিবর্তন হবে, পরিস্থিতি বদলাতে থাকবে। দীর্ঘ সময় ক্রিজে থাকার মানসিকতা নিয়ে নামতে হবে। কোন সময় আক্রমণাত্মক ব্যাটিং করা যাবে, সেটা নিজে থেকেই উপলব্ধি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিজে দীর্ঘ সময় কাটিয়ে আগে নিজের শক্তিগুলি সম্পর্কে উপলব্ধি করতে হবে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বেশ কিছুদিন আগেই পৌঁছে গিয়েছিল ভারত। তবে ফাইনালের ভেনু লন্ডন ওভালে প্রস্তুতি শুরু হল এ দিন থেকেই। প্রস্তুতিতে চোট পান কিপার-ব্যাটার ঈশান কিষাণ। যদিও গুরুতর কিছু নয়।