IND Vs ENG: বুমরাকে নিয়ে চিন্তিত নন! বেন স্টোকসের ভাবনা অন্য একজন
India Vs England 2nd Test: ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অবশ্য বলে দিচ্ছেন, বুমরা খেলবে কি না, সেটা ভারতীয় দলের ভাবনার বিষয়। ইংল্যান্ড ক্যাপ্টেন নিজে ভারতীয় দলের অন্য একজনের বড় ফ্যান, সেটাও ফলাও করে বলেন।

জয় দিয়ে সিরিজ শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে বেন স্টোকসের টিম। কাল, বুধবার এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচ হারের পর চিন্তা বেড়েছে। একটা চিন্তা অবশ্য সিরিজের শুরু থেকেই ছিল। জসপ্রীত বুমরাকে পাঁচ ম্যাচে খেলানো হবে না। তাঁকে তিনটি টেস্টে খেলানোর কথা। কোন তিনটি ম্যাচ, তা অবশ্য নিশ্চিত করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অবশ্য বলে দিচ্ছেন, বুমরা খেলবে কি না, সেটা ভারতীয় দলের ভাবনার বিষয়। ইংল্যান্ড ক্যাপ্টেন নিজে ভারতীয় দলের অন্য একজনের বড় ফ্যান, সেটাও ফলাও করে বলেন।
মনে করা হচ্ছিল, প্রথম টেস্ট জিতলে এজবাস্টনে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। প্রথম টেস্টে বুমরা একদিক থেকে ভালো বোলিং করলেও সঙ্গী পাচ্ছিলেন না। দ্বিতীয় ইনিংসে সার্বিক ভাবেই ভারতের বোলিং খারাপ হয়েছে। বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে কারণেই দ্বিধা, বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে। বুমরাকে নিয়ে প্রশ্ন করতেই ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস বলেন, ‘এটা ভারতের সমস্যা। ওরা বুঝুক। আমি ইংল্যান্ডের ক্যাপ্টেন।’
বুমরাকে নিয়ে বেশি ভাবতে না চাইলেও বেন স্টোকস ভারতের কিপার ব্যাটার ঋষভ পন্থের বড় ফ্যান, সে কথা জানাতে ভোলেননি। বলছেন, ‘যদিও ঋষভ প্রতিপক্ষ, আমি ওর খেলা খুবই পছন্দ করি। ফরম্যাট যাই হোক, ও যেভাবে ব্যাটিং করে, দেখাটাই আনন্দের।’ প্রথম টেস্টে দু-ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম কিপার-ব্যাটার হিসেবে দু-ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েন পন্থ। ভারত প্রথম টেস্টে দু-ইনিংসে মোট পাঁচটি সেঞ্চুরি করলেও জিততে পারেনি। সেটিও টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজির।
