T20 World Cup 2022: ‘ইমরানের’ পাকিস্তান হতে পারলেন না বাবররা, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

England: গত ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর, এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্য়ান্ড। গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সেই বেন স্টোকস।

T20 World Cup 2022: 'ইমরানের' পাকিস্তান হতে পারলেন না বাবররা, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 5:40 PM

মেলবোর্ন : টি-টোয়েন্টি (T20 World Cup 2022) বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল তারা। ফাইনাল, শব্দটার মধ্য়েই আলাদা উত্তেজনা রয়েছে। পাকিস্তান-ইংল্যান্ড (Pakistan vs England) ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। ৯২’র বিশ্বকাপ মনে করিয়েছে এ বারের পরিস্থিতি। খাদের কিনারা থেকে অনবদ্য প্রত্যাবর্তন ঘটিয়েছিল ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান। বাবর আজমদের পরিস্থিতিও এ বার তেমনই। একটা সময় অবধি সেমিফাইনালে জায়গা করে নেওয়াই দায় ছিল পাকিস্তানের। অনবদ্য প্রত্যাবর্তন দেখিয়েছে। সেমিফাইনালে অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। অন্য দিকে, ইংল্যান্ড দলও একটা সময় অবধি চাপে ছিল। সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারানো তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। ফাইনালে মূল লড়াই ছিল ইংল্যান্ড ব্যাটিং বনাম পাকিস্তান বোলিং। তবে ইমরান খানের টিমের মতো ট্রফি নিয়ে ফিরতে পারল না পাকিস্তান। শেষ মুহূর্তে বাজিমাত বেন স্টোকসের। ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। পাকিস্তান ব্য়াটিংয়ে এ বারের টুর্নামেন্টে সবচেয়ে বড় সমস্য়া টপ অর্ডারের ব্যর্থতা। সেমিফাইনালে বাবর-রিজওয়ান রান পেয়েছিলেন, সাফল্য পেয়েছিল দল। ফাইনালে তাঁদের উপর বড় প্রত্যাশা ছিল। রিজওয়ান (১৫) ফিরতেই চাপ বাড়ে। অধিনায়ক বাবর ২৮ বলে ৩২ রানে ফেরেন। মেলবোর্নের বড় মাঠে বাউন্ডারি ক্লিয়ার করা সহজ কাজ নয়। পাকিস্তান ব্যাটাররা সেই চেষ্টাতেই খেই হারালেন। রিজওয়ান বাদে বাকি ৭ ব্যাটারই ক্যাচ আউট হলেন। শেষ অবধি ২০ ওভারে ১৩৭-৮ স্কোর অবধি পৌঁছায় পাকিস্তান। অনবদ্য বোলিং করেন স্যাম কারান। পাকিস্তান ইনিংসে ৪৯টি ডট বল। সেটাই পার্থক্য গড়ে দিল। ফাইনালের মঞ্চও হলেও শক্তিশালী ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই রান যথেষ্ট ছিল না।

পাকিস্তান বোলিং লাইন আপ গর্ব করার মতোই। এ দিনও এত কম রানের পুঁজি নিয়ে যথেষ্ট লড়াই করল তারা। পাওয়ার প্লে-তে জস বাটলার, অ্যালেক্স হেলস এবং ফিল সল্টের উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে ইংল্য়ান্ড। তবে এই স্কোয়াডে বেন স্টোকস বলে এক জন রয়েছেন। ফরম্যাট যাই হোক, ম্যাচের রং বদলে দিতে পারেন যে কোনও মুহূর্তে। টুর্নামেন্টের শুরুর দিকে সে ভাবে ভরসা দিতে পারছিলেন না স্টোকস। ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন দারুণ ভাবে। উল্টোদিক থেকে উইকেট পড়লেও, স্টোকস থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি ইংল্যান্ড। শেষ অবধি ৪৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস বেন স্টোকসের। এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১৩৭-৮, ২০ ওভার (শান মাসুদ ৩৮, স্যাম কারান ৩-১২, আদিল রশিদ ২-২২)। ইংল্যান্ড ১৩৮-৫, ১৯ ওভার (বেন স্টোকস ৫২*, হ্যারিস রউফ ২-২৩)। পাকিস্তান ৫ উইকেটে জয়ী।