ICC Champions Trophy: পাকিস্তানকে ধমক, ট্রফি ট্যুর বাতিলের নির্দেশ আইসিসির!
India vs Pakistan, ICC: নাছোড়বান্দা মনোভাব নিয়ে চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা হুঁশিয়ারি দিয়েছিল, আয়োজক হিসেবে সরে দাঁড়াবে এমনকি নিজেরাও টুর্নামেন্টে অংশ নেবে না। এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর নিয়ে আইসিসির ধমক খেল পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অপমানের শেষ নেই পাকিস্তানের। ভারতীয় বোর্ড আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে টিম পাঠানো হবে না। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে পাকিস্তানকে বলা হয়েছিল, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার কথা। সেক্ষেত্রে আয়োজক দেশ হিসেবে পুরো টাকাই দেওয়া হবে তাদের। আইসিসির প্রস্তাব অনুযায়ী, ভারতের ম্যাচ এবং ফাইনাল দুবাইতে হোক, বাকি সব ম্যাচ পাকিস্তানে। যদিও এ বার নাছোড়বান্দা মনোভাব নিয়ে চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা হুঁশিয়ারি দিয়েছিল, আয়োজক হিসেবে সরে দাঁড়াবে এমনকি নিজেরাও টুর্নামেন্টে অংশ নেবে না। এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর নিয়ে আইসিসির ধমক খেল পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি হাইব্রিড মডেল না মানে তা হলে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হতে পারে। বিকল্প হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এমনকি ভারতেও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতকে পাল্টা দিতে পাকিস্তান অধীকৃত কাশ্মীরে ট্রফি ট্যুর আয়োজনের ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা শুরু হত ইসলামাবাদ দিয়ে। তবে পাক অধীকৃত কাশ্মীরের (POK) বেশ কিছু এলাকায় ট্রফি ট্যুরের পরিকল্পনা গড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সরাসরি ধমক দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, পাক অধীকৃত কাশ্মীরে কোনও ট্রফি ট্যুর করা যাবে না। ১৬ থেকে ২৪ নভেম্বর এই ট্রফি ট্যুর হওয়ার কথা। পাক অধীকৃত কাশ্মীরে ট্রফি ট্যুরে আইসিসির আপত্তি থাকলেও বাকি জয়গা নিয়ে কোনও সমস্যা নেই, সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। পাকিস্তান এরপর কী পদক্ষেপ করে, সেটাই দেখার।