Virat Kohli: ভারত-দঃ আফ্রিকা সিরিজেই সেঞ্চুরি পাবেন কোহলি, ভবিষ্যদ্বাণী বিরাটের কোচের
এক সাক্ষাত্কারে রাজকুমার শর্মা বলেন, 'বিরাট সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এই চ্যালেঞ্জের জন্য ও সব সময় নিজেকে প্রস্তুত রাখে। ক্যাপ্টেন্সির চাপ সরিয়ে শীঘ্রই ও সেঞ্চুরিতে ফিরবে। ওর ব্যাট থেকে বড় রান আসবে। চলতি একদিনের সিরিজেই ৭১তম সেঞ্চুরি পাবে কোহলি।'
নয়াদিল্লি: ২ বছর সেঞ্চুরি পাননি বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma) মনে করেন শীঘ্রই সেঞ্চুরি পাবেন তাঁর ছাত্র। তাঁর ধারণা, ভারত-দঃ আফ্রিকা সিরিজেই ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি পাবেন কোহলি। বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন বিরাটের ছোটবেলার কোচ। একটা সময় মনে হচ্ছিল সচিন তেন্ডুলকেরর (Sachin Tendulkar) একশোটা একশোর রেকর্ড অনায়াসেই ছুঁয়ে ফেলবেন রানমেশিন। কিন্তু গত দু’বছর খরার মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট। আর ১টা সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন রিকি পন্টিংয়ের ৭১টা সেঞ্চুরিকে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরিখে এই মুহূর্তে তিন নম্বরে কোহলি।
এক সাক্ষাত্কারে রাজকুমার শর্মা বলেন, ‘বিরাট সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এই চ্যালেঞ্জের জন্য ও সব সময় নিজেকে প্রস্তুত রাখে। ক্যাপ্টেন্সির চাপ সরিয়ে শীঘ্রই ও সেঞ্চুরিতে ফিরবে। ওর ব্যাট থেকে বড় রান আসবে। চলতি একদিনের সিরিজেই ৭১তম সেঞ্চুরি পাবে কোহলি।’
একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৪৯টি সেঞ্চুরি সচিন তেন্ডুলকরের। তারপরেই রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে ৪৩ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে সচিনকে ধরতে আরও ৬টা সেঞ্চুরি চাই কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য আরও অনেক সেঞ্চুরি প্রয়োজন বিরাটের। তাহলেই সচিনের একশোটা সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারবেন।
আরও পড়ুন: India vs South Africa: বিরাট মন্ত্রেই দীক্ষা রাহুলের