R G Kar Case: আরজি কর মামলায় বড় টার্নিং পয়েন্ট, CBI-এ অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে তিলোত্তমার বাবা-মা
R G Kar Case: সিবিআই-এ অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের হল হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করলেন তিলোত্তমার বাবা-মা।
কলকাতা: তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় বড় মোড়। সিবিআই-এ অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের হল হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করলেন তিলোত্তমার বাবা-মা। তিলোত্তমার বাবা-মায়ের অভিযোগ, সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, যে গতিতে আর যে পথে তদন্ত চলেছে, তাতে আর তাঁদের আস্থা নেই। ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আদালত যদি হস্তক্ষেপ না করে, তাহলে তাঁদের মেয়ের ওপর নির্যাতন খুনের তদন্ত মাঝপথেই স্তব্ধ হয়ে যাবে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়ে তাঁরা মামলা করেন। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
প্রথম থেকেই এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এসেছিলেন তিলোত্তমার বাবা-মা। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তখনই স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে। বর্তমানে শীর্ষ আদালতে এই মামলা বিচারাধীন।
সুতরাং নতুন করে যদি কলকাতা হাইকোর্টে এই মামলা শুরু হলে, প্রথম বিচার্য বিষয় হবে, আদৌ এই মামলাটি শোনা যেতে পারে কিনা। শীর্ষ আদালতে তিলোত্তমার পরিবারেরও আইনজীবী রয়েছে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, সুপ্রিম কোর্টেও তিলোত্তমার পরিবারের আইনজীবী হাইকোর্টে মামলার বিষয়টি উল্লেখ করতে পারেন।
ঘটনার কয়েকদিনের মধ্যেই সিবিআই এই তদন্তভার হাতে নেয়। কয়েক মাস হয়েছে, সিবিআই তদন্ত করছে। কিন্তু এরই মধ্যে সিবিআই তদন্তের বিভিন্ন দিক থেকে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই বিষয়টি আরও জোরাল হয়েছে, যখন ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায়. অন্যতম অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায়। অসন্তোষে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সিবিআই যে ঠিক মতো তদন্ত করছে না, এই জামিনই তার প্রমাণ বলে আগেই জানিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। এবার এই অনাস্থা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ তিলোত্তমার বাবা-মা।