IPL 2023: যুবসমাজকে জুয়া খেলতে উস্কানি, সৌরভ-রোহিত-হার্দিকদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

PIL: সৌরভ-রোহিত-হার্দিক-আমিরের বিরুদ্ধে এ বার বিহারের মজুফফরপুরে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

IPL 2023: যুবসমাজকে জুয়া খেলতে উস্কানি, সৌরভ-রোহিত-হার্দিকদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা
যুবসমাজকে জুয়া খেলতে উস্কানি, সৌরভ-রোহিত-হার্দিকদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 7:50 PM

পটনা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুম শুরু হলেই বিভিন্ন বেটিং (Betting) সংস্থাগুলির রমরমা দেখা যায়। একাধিক প্রাক্তন ও বর্তমান তারকা ক্রিকেটার থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতারাও বিভিন্ন ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলির প্রমোশন করে থাকেন। ড্রিম ইলেভেন, মাই ১১ সার্কলের মতো বিভিন্ন গেমিং অ্যাপের প্রচারের মুখ রোহিত-আমিররা। বছরভর বেটিং সংস্থাগুলির প্রমোশন তো চলেই। আইপিএলের মরসুম এলেই পরিমাণটা আরও বেড়ে যায়। ১৬তম আইপিএল (IPL 2023) চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের দেখা যাচ্ছে বেটিং সাইটগুলির প্রমোশন করতে। এই তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার আমির খানও। এই চারজনের বিরুদ্ধে এ বার বিহারের মজুফফরপুরে এক জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিহারের জেলা কোর্টে সৌরভ-রোহিত-হার্দিক এবং আমিরদের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন তামান্না হাশমি নামের এক সমাজকর্মী। রোহিতদের বিরুদ্ধে মামলা দায়ের করা ব্যক্তির মতে, দেশের যুব সম্প্রদায়কে জুয়া খেলতে উৎসাহিত করছেন এই ক্রিকেটাররা ও অভিনেতারা। তাই তিনি তাঁদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

জনস্বার্থ মামলায় তিনি বলেন, “দেশের যুব সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করে জুয়া খেলতে উৎসাহিত করছেন ওঁরা। বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখানো হচ্ছে। যার ফলে যুবকরা আরও বেশি জুয়া খেলার প্রতি আসক্ত হয়ে পড়ছে। বিভিন্ন গেমিং শোগুলির মাধ্যমে এই পুরস্কারের লোভ দেখানোর কাজটি করে চলেছেন বেশ কিছু ক্রিকেটার এবং অভিনেতা। এভাবে তরুণদের আইপিএলে দল বানানোর কাজ করতেও উৎসাহিত করা হচ্ছে। কেউ কেউ পুরস্কারও জিতছেন। এতে অনেকেই আরও বেশি জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে।”

ওই সমাজকর্মীর আবেদনের ভিত্তিতে এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল। ১৬তম আইপিএলে গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি সামলাচ্ছেন রোহিত শর্মা। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের বোর্ড অফ ক্রিকেট। দিল্লিই একমাত্র দল যারা চলতি আইপিএলে এখনও একটা ম্যাচেও জিততে পারেনি। অন্যদিকে গুজরাট ও মুম্বই যথাক্রমে ৩টি ও ১টি ম্যাচে জিতেছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আজ মোহালিতে গুজরাটের ম্যাচ রয়েছে।