WPL Opening Ceremony 2024: WPLএ হবে জমজমাট ওপেনিং, মঞ্চ মাতাবেন কার্তিক
WPL: হাতে আর মাত্র তিন দিন। তারপর শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। ২০২৩ সালে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। গত বছরও টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। ডিওয়াই পাতিল স্টেডিয়াম মেতে উঠেছিল বলিউড তারকা কিয়ারা আডবানী ও কৃতি শ্যাননের নাচের তালে।
কলকাতা: আইপিএলের (IPL) ওপেনিং সেরেমনি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। এ বার থেকে সেই অপেক্ষা থাকবে উইমেন্স প্রিমিয়ার লিগের জন্যও। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। এ বার ক্রিকেট প্রেমীরা ডব্লিউপিএল থেকে পাবেন ডাবল মজা। ২৩ ফেব্রুয়ারি সন্ধেয় থাকছে জমজমাট ওপেনিং সেরেমনি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ। তার আগেই থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান (Women’s Premier League Opening Ceremony)। এ বার ডব্লিউপিএলের (WPL) উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাতে চলেছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান।
এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে যে কার্তিক আরিয়ান পারফর্ম করবেন, তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে বোর্ড। ডব্লিউপিএলের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০। তার ঠিক এক ঘণ্টা আগে হবে ওপেনিং সেরেমনি। কার্তিক ছাড়া আর কোনও তারকা ডব্লিউপিএলের ওপেনিং সেরেমনির মঞ্চ মাতাবেন কিনা, তা এখনও জানা যায়নি।
Yeh Kingdom nahin, Ab Queendom Hai!
Join @TheAaryanKartik as he fights for the Crown for his Queendom!
Watch the #TATAWPL 2024 Opening Ceremony on @JioCinema & @Sports18 LIVE from the M. Chinnaswamy Stadium, Bengaluru.
🗓️ 23rd Feb ⏰ 6.30 PM
🎟️ https://t.co/jP2vYAWukG pic.twitter.com/p5tVvkWcMp
— Women’s Premier League (WPL) (@wplt20) February 19, 2024
২০২৩ সালে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। গত বছরও টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। ডিওয়াই পাতিল স্টেডিয়াম মেতে উঠেছিল বলিউড তারকা কিয়ারা আডবানী ও কৃতি শ্যাননের নাচের তালে। তাঁদের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত দর্শকদের সুরের তালে মাতিয়েছিলেন জনপ্রিয় গায়ক এপি ধিলন।
কোথায় দেখা যাবে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান?
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে উইমেন্স প্রিমিয়ার লিগের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, তা জিওসিনেমা এবং স্পোর্টস ১৮ এ লাইভ দেখা যাবে।