IND VS AUS: স্লেজিং সামলাতে হিন্দি শিখছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!
Border-Gavaskar Trophy: ভারতের লক্ষ্য সিরিজ জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার লক্ষ্য তা আটকানো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে দু-দলই। যে সিরিজ হারবে, ফাইনালের সম্ভাবনা ক্ষীণ হবে। এই সিরিজের জন্য মাঠের বাইরেও বিশেষ প্রস্তুতি নিচ্ছে অজি ক্রিকেট দল!
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে পাকিস্তান। তবে সকলের নজরে বর্ডার-গাভাসকর ট্রফি। ২২ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে গত দু-বারই ভারতের কাছে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। তেমনই ভারতের মাটিতেও গত সিরিজে হার। এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে আগ্রহ তুঙ্গে। তার বেশ কিছু কারণ। ভারতের লক্ষ্য সিরিজ জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার লক্ষ্য তা আটকানো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে দু-দলই। যে সিরিজ হারবে, ফাইনালের সম্ভাবনা ক্ষীণ হবে। এই সিরিজের জন্য মাঠের বাইরেও বিশেষ প্রস্তুতি নিচ্ছে অজি ক্রিকেট দল!
স্লেজিংয়ে একটা সময় একাধিপত্য ছিল অস্ট্রেলিয়ার। যে কোনও দলই অস্ট্রেলিয়ায় খেলতে গেলে মানসিক চাপও সামলাতে হত। পরিস্থিতি বদলে গিয়েছে। ভারতীয় ক্রিকেটাররা পাল্টা দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে তো স্টাম্প মাইকে নানা মজার মন্তব্যও ভেসে আসে। ভারতের বিরুদ্ধে সিরিজের আগে তাই হিন্দি শেখায় মনযোগ দিয়েছেন অজি ক্রিকেটাররা। শুধু তাই নয়, ব্যাটিংয়ের সময় বোলার-কিপার কী কথা বলছে, পরিকল্পনা করছে সেটাও যাতে আন্দাজ করা যায়, সেই চেষ্টাতেই অজি ক্রিকেটাররা।
এই খবরটিও পড়ুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুবাদে অনেকেই একটু-আধটু হিন্দি জানেনই। তবে সেটা খেলার কিছু টার্মেই সীমাবন্ধ। অজি টেস্ট দলে প্যাট কামিন্স, উসমান খোয়াজারা বেশ কিছু শব্দ শিখেও গিয়েছেন। উসমান খোয়াজার পাকিস্তানি বংশোদ্ভূত। ফলে তাঁর কাছে হিন্দি-উর্দু অনেকটা চেনা। ভারতের বিরুদ্ধে ব্যাটে-বলেই শুধু নয়, কথার লড়াইয়েও টেক্কা দিতে হবে। কমন কিছু হিন্দি শব্দ কার্যত গিলছেন কামিন্সরা। তবে রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দররা যদি তামিল বলতে শুরু করেন! তা হলে অবশ্য পাল্টা চাপে পড়তে হবে অস্ট্রেলিয়াকে।
View this post on Instagram