IND VS AUS: অস্ট্রেলিয়াতেই শেষ হবে যাত্রা? রোহিতকে নিয়ে বড় মন্তব্য শ্রীকান্তের

Border-Gavaskar Trophy: এই অবস্থায় রোহিত যে জায়গা আঁকড়ে থাকবেন না, তাও অনেকে ভালো করেই জানেন। অবশ্য অস্ট্রেলিয়া সিরিজে রোহিত যদি দারুণ কিছু করে দেন, টিমকে সিরিজ জেতান, তা হলে কিন্তু সব সমালোচনা থেমে যাবে।

IND VS AUS: অস্ট্রেলিয়াতেই শেষ হবে যাত্রা? রোহিতকে নিয়ে বড় মন্তব্য শ্রীকান্তের
Image Credit source: PTI FILE
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 4:38 PM

কলকাতা: যদি অস্ট্রেলিয়ায় নিজেকে মেলে ধরতে না পারেন, তা হলে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত রোহিত শর্মার। সারা দেশ জুড়ে এই আলোচনাই চলছে। বিশ্বকাপ জেতানোর পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত। টেস্ট থেকে যদি অবসর নেন, তা হলে ওয়ান ডে খেলবেন কি রোহিত? সে প্রশ্নও থাকছে। তবে দেশ জুড়ে আলোচনার মধ্যে ঢুকে পড়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন কিন্তু রোহিতের বয়সকেই তুলে ধরার চেষ্টা করেছেন। কী বলেছেন তিনি?

শ্রীকান্তের কথায়, ‘এ বার সামনে তাকানোর সময় হয়েছে। রোহিত যদি অস্ট্রেলিয়া সফরে ভালো কিছু করতে না পারে, তা হলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত। মাথায় রাখতে হবে আমাদের ওর বয়স কিন্তু বাড়ছে।’ ৩৭ বছরের ক্রিকেটার রোহিত গত কয়েকটা সিরিজে সে ভাবে পারফর্মই করতে পারেননি। শেষ পাঁচটা টেস্টে মাত্র একটাই হাফসেঞ্চুরি করেছেন। তরুণ ক্রিকেটাররা টিমে ঢোকার অপেক্ষায় রয়েছেন। এই অবস্থায় রোহিত যে জায়গা আঁকড়ে থাকবেন না, তাও অনেকে ভালো করেই জানেন। অবশ্য অস্ট্রেলিয়া সিরিজে রোহিত যদি দারুণ কিছু করে দেন, টিমকে সিরিজ জেতান, তা হলে কিন্তু সব সমালোচনা থেমে যাবে। নিজেকে আরও একবার তুলে ধরার জন্য মরিয়া হয়ে অস্ট্রেলিয়ায় নামবেন রোহিত।

এই খবরটিও পড়ুন

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। হারের যাবতীয় দায় নিয়েছেন রোহিত নিজেই। শ্রীকান্ত কিন্তু বলছেন, ‘রোহিতকে কৃতিত্ব দেব, কারণ ও এটা স্বীকার করে নিয়েছে পুরো সিরিজটাতে খারাপ খেলার পাশাপাশি খারাপ ক্যাপ্টেন্সিও করেছে। এটা সত্যিই ভালো দিক। যে কোনও প্লেয়ারের ফিরে আসার এটাই কিন্তু ইঙ্গিত। নিজের ত্রুটি স্বীকার করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ হিসেবেও। রোহিত প্রকাশ্যেই এটা বলেছে। আমার তো মনে হয়, ও দ্রুত ফিরে আসবে।’