Purbo Burdwan: হোয়াটস অ্যাপে অশ্লীল ছবি পাঠিয়ে পাড়ার ‘দাদা’র ব্ল্যাকমেল, আত্মঘাতী সপ্তম শ্রেণির পড়ুয়া

Purbo Burdwan: নাবালিকার বাবা অভিযোগ, বেশ কয়েকদিন আগে থেকেই অভিযুক্ত ফোন করে উত্ত্যক্ত করছিল মেয়েকে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে এলাকারই এক যুবকের সঙ্গে এডিট করা একটি ছবি পাঠায় অভিযুক্ত।

Purbo Burdwan: হোয়াটস অ্যাপে অশ্লীল ছবি পাঠিয়ে পাড়ার 'দাদা'র ব্ল্যাকমেল, আত্মঘাতী সপ্তম শ্রেণির পড়ুয়া
আত্মঘাতী ছাত্রীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 11:15 PM

বর্ধমান:  সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি। অবসাদে আত্মঘাতী নাবালিকা। শুক্রবার  ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের কাঁটাগড়িয়া এলাকায়। বছর তেরোর ওই নাবালিকা সপ্তম শ্রেণির ছাত্রী।

নাবালিকার বাবা অভিযোগ, বেশ কয়েকদিন আগে থেকেই অভিযুক্ত ফোন করে উত্ত্যক্ত করছিল মেয়েকে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে এলাকারই এক যুবকের সঙ্গে এডিট করা একটি ছবি পাঠায় অভিযুক্ত। ৫ লক্ষ টাকা দাবিও করা হয় । ৫ লক্ষ টাকা না দিলে সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এরপর অভিযুক্ত যুবকের বাড়িতে যান নাবালিকার বাবা। অভিযোগ, সেখান থেকে তাঁর মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।

বাবাকে মারধরের ঘটনা জানতে পারার পরই নাবালিকা মানসিক অবসাদগ্রস্ত হয়ে  পড়ে। শুক্রবার সকালে দোতলার ঘরে গলায় ওড়নার ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।