Happy Birthday Virat Kohli: কিউয়ি সিরিজে লজ্জা, বিরাট কোহলি যে ভাবে জন্মদিন পালন করলেন…
Virat Kohli Birthday Special: কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও শুরু থেকে রান পাচ্ছিলেন না বিরাট। ফাইনালে একটা অনবদ্য ইনিংসে সব ভুলিয়ে দিয়েছিলেন। তবে কিউয়িদের বিরুদ্ধে লজ্জার সিরিজ হারের ক্ষত কত তাড়াতাড়ি মিটবে, বলা কঠিন। স্বাভাবিক ভাবেই জল্পনা, জন্মদিনটা কী ভাবে সেলিব্রেট করলেন বিরাট কোহলি?
বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া জুড়ে আজ শুধু একটাই প্রসঙ্গ। কিং কোহলির জন্মদিন। তাঁর নানা অনবদ্য় ইনিংসের ভিডিয়ো যেমন সামনে আসছে, তেমনই অনেকে মনে করিয়ে দিচ্ছেন তাঁর কেরিয়ারের খারাপ সময়গুলোও। এর মধ্যেই একটা হতাশার সিরিজ কেটেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার। তুলনামূলক অনভিজ্ঞ স্পিনারদের কাছে ধরাশায়ী। টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার অন্যতম অংশ বিরাট কোহলিও। ব্যাট হাতে লাগাতার হতাশ করছেন। কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও শুরু থেকে রান পাচ্ছিলেন না বিরাট। ফাইনালে একটা অনবদ্য ইনিংসে সব ভুলিয়ে দিয়েছিলেন। তবে কিউয়িদের বিরুদ্ধে লজ্জার সিরিজ হারের ক্ষত কত তাড়াতাড়ি মিটবে, বলা কঠিন। স্বাভাবিক ভাবেই জল্পনা, জন্মদিনটা কী ভাবে সেলিব্রেট করলেন বিরাট কোহলি?
গত এক বছর ধরেই একটা গুঞ্জন চলছে, বিরাট কোহলি হয়তো পাকাপাকি ভাবে লন্ডনে থেকে যাবেন। দেশে-বিদেশে নানা সিরিজ শেষেই লন্ডন উড়ে গিয়েছেন বিরাট। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে কিউয়ি সিরিজে হারের পর আপাতত বিরাট কোহলি দেশেই। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। সেখানে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। সূত্রের খবর, বিরাট কোহলি তাঁর ৩৬তম জন্মদিন দেশেই কাটিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু ছবি, ভিডিয়োও এসেছে জন্মদিন পালনের। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, তাঁর নিজস্ব রেস্তোরাঁতেই জন্মদিন সেলিব্রেট করেছেন বিরাট কোহলি। সঙ্গী স্ত্রী অনুষ্কা শর্মা। জন্মদিনের সেলিব্রেশনের মাঝেও ভাবনায় অস্ট্রেলিয়া সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে যা শেষ সুযোগ। তেমনই বিরাটের মতো সিনিয়রের কাছেও এটাই হয়তো শেষ সুযোগ। সাফল্য পেলে কোনও সমস্যা নেই, ব্যর্থ হলে এটাই শেষ সিরিজ হতে পারে জাতীয় দলের জার্সিতে।