Murhsidabad: বধূর দেহ হাসপাতালে ফেলে পালাল শ্বশুরবাড়ি, খুনের অভিযোগ পরিবারের
Murhsidabad: মৃতের পরিবারের বক্তব্য অনুযায়ী, এগারো বছর আগে পাশের গ্রামের মোশারফ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ইবরিজার। অভিযোগ, বিয়ের পর থেকেই একাধিকবার একাধিক কারণে নির্যাতনের শিকার হতেন ইবরিজা।
মুর্শিদাবাদ: গৃহবধূর মৃতদেহ হাসপাতালে ফেলে পলাতক শ্বশুরবাড়ির লোকজন! ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদে জলঙ্গিতে। পুলিশি তদন্তে উঠে এল বিস্ফোরক অভিযোগ। গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম ইবরিজা খাতুন (২৫)। বাড়ি জলঙ্গির কীর্তনীয়াপাড়া এলাকায়।
মৃতের পরিবারের বক্তব্য অনুযায়ী, এগারো বছর আগে পাশের গ্রামের মোশারফ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ইবরিজার। অভিযোগ, বিয়ের পর থেকেই একাধিকবার একাধিক কারণে নির্যাতনের শিকার হতেন ইবরিজা। কিন্তু তাঁর বাবা জানান, মেয়ে নিজেই পরিস্থিতি সামাল দিতেন। দুই সন্তান হয়ে যাওয়ার পরও শারীরিক ও মানসিক অত্যাচার একই ভাবে চলতে থাকে। বৃহস্পতিবার হঠাৎ ইবরিজাকে বাবার বাড়িতে হাসপাতালের তরফ থেকে ফোন যায়। তখনই তাঁরা জানতে পারেন, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে।
হাসপাতালের তরফ থেকে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। থানায় খুনের অভিযোগ দায়ের করেছে ইবরিজার পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।