IND vs AUS: রোহিত যোগ দিয়েছেন, কী বলছেন লোকেশ রাহুল?

Nov 25, 2024 | 10:30 AM

India vs Australia 1st Test Day 4: অবশেষে তিন নম্বরের জন্য দেবদত্ত পাড়িক্কলকে নেওয়া হয়। যশস্বীর সঙ্গে ওপেনিংয়ে রাহুল। প্রথম ইনিংসে লড়াকু ইনিংস। দ্বিতীয় ইনিংসে রেকর্ড পার্টনারশিপে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন। টিমের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কী বলছেন লোকেশ রাহুল?

IND vs AUS: রোহিত যোগ দিয়েছেন, কী বলছেন লোকেশ রাহুল?
Image Credit source: Cricket Australia

Follow Us

পারথ টেস্টে খেলছেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। আঙুলের চোটে নেই শুভমন গিলও। রোহিত শর্মার না থাকাটা আগে থেকেই সম্ভাবনা ছিল। সে কারণেই লোকেশ রাহুলকে টিমের বাকিদের আগে অস্ট্রেলিয়া পাঠানো হয়। এ দলের হয় একটি প্রস্তুতি ম্যাচ খেলেন। শুভমন ছিটকে যাওয়ার পর প্রশ্ন উঠেছিল, লোকেশ রাহুল ওপেন করবেন না তিনে। অবশেষে তিন নম্বরের জন্য দেবদত্ত পাড়িক্কলকে নেওয়া হয়। যশস্বীর সঙ্গে ওপেনিংয়ে রাহুল। প্রথম ইনিংসে লড়াকু ইনিংস। দ্বিতীয় ইনিংসে রেকর্ড পার্টনারশিপে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন। টিমের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। নেটে ব্যাটিংও শুরু করে দিয়েছেন। গম্ভীরের সঙ্গে সিরিজের বাকি ম্যাচ নিয়ে পরিকল্পনাও গড়ছেন। কী বলছেন লোকেশ রাহুল?

পারথের দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে ২০০ প্লাস রানের ওপেনিং জুটি। ভারতীয় ওপেনারদের মধ্যে এটিই সেরা। কিন্তু রোহিত শর্মা টিমে যোগ দেওয়ায় লোকেশ রাহুল ব্যাটিং অর্ডার অনিশ্চিত। রোহিত ওপেনিংয়ে ফিরবেন। শুভমন ফিট হয়ে গেলে অ্যাডিলেডে তিন নম্বরে তিনিই। লোকেশ রাহুলকে হয়তো মিডল অর্ডারেই জায়গা করে দেওয়া হবে। রোহিত গত কালই পৌঁছে গিয়েছেন। ম্যাচের চতুর্থ দিন ড্রেসিংরুমে বসে খেলাও দেখছেন। রাহুল জানেন তাঁর ব্যাটিং অর্ডার ফের বদল হবে। মানসিক ভাবে যেন প্রস্তুত।

এই খবরটিও পড়ুন

রোহিতের ফেরা সম্পর্কে লোকেশ রাহুল বলছেন, ‘অবশ্যই ও একাদশে আসছে। আমার ব্যাটিং অর্ডার কী হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমি নিশ্চিত ক্যাপ্টেন ও কোচ মিলে কিছু পরিকল্পনা গড়বে। আমরা আপাতত পারথ টেস্ট দ্রুত জয়ের দিকেই নজর দিচ্ছি। এরপর অ্যাডিলেড নিয়ে ভাবব। আশা করি, অ্যাডিলেডেও খেলার সুযোগ পাব।’ অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট গোলাপি বলে দিন-রাতের ম্যাচ।

Next Article